কাঁচা বাদাম গান গেয়ে বাদাম কাকুকে টেক্কা দিলেন রানু মন্ডল

রানু মন্ডল

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পরিচিতি পেয়েছেন রানাঘাটের রানু মন্ডল এবং বীরভূমের ভুবন বাদ্যকর। খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের গানের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তারা। যদিও নিজের দম্ভের কারণে অচিরেই কালের গর্ভে হারিয়ে গিয়েছেন রানু মন্ডল।

রানু মন্ডল

তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন হয়ে রয়েছেন ভুবন বাবু।সম্প্রতি নেট মাধ্যমে ট্রেন্ডিং সং কাচা বাদাম গানের স্রষ্টা তিনি। বাদাম বিক্রি করতে গিয়েই এই গান তৈরি করেছিলেন ভুবন বাবু। কিন্তু সেই গান যে এত জনপ্রিয়তা লাভ করবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। বিগত বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া খুললে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেরই কাচা বাদাম গানে নানান ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি।

মুহূর্তেই এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। সম্প্রতি নেট মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়ে উঠেছে যেখানে দেখা যাচ্ছে রানু মন্ডলের তেরি মেরির সঙ্গে এক হয়ে গিয়েছে ভুবন বাদ্যকরের কাচা বাদাম গান। উল্লেখ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা না গেলেও রানু মন্ডল এর বাড়িতে ইউটিউবারদের আনাগোনা লেগেই থাকে। এরকম ভাবেই তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন একদল ইউটিউবার।

YouTube video player

বিভিন্ন কথা এবং গল্পের ফাঁকে তারা রানু মন্ডলকে ভুবন বাবুর কাচা বাদাম গান গাইতে বলেন। ইউটিউবারদের কথা রাখতে গিয়েই অসাধারণ কন্ঠে এই গানটি গেয়ে বসেন রানু মন্ডল। মুহূর্তেই নেট মাধ্যমে এই ভিডিওটি জনপ্রিয়তা লাভ করেছে।

প্রাইভেট জেটসহ যতো কোটি টাকার সম্পত্তির মালিক এই নায়িকা

যদিও বর্তমানে নিজের পোশাক-আশাক এবং আচার-আচরণের কারণে নেট দুনিয়ার হাসির খোরাকে পরিণত হয়েছেন রানুদি। তবে তা সত্ত্বেও তার মধ্যে যে অসাধারণ গানের প্রতিভা রয়েছে তা কখনোই অস্বীকার করতে পারি না আমরা। চাইলে আপনারাও রানু মন্ডল এর এই নতুন ভাইরাল ভিডিওটি দেখে নিতে পারেন। ইতিমধ্যেই ভিডিওটির দর্শক সংখ্যা প্রায় ৩ লক্ষ অতিক্রম করে গিয়েছে।