বিনোদন ডেস্ক : রূপালী পর্দা থেকে ক্রীড়াজগতে এক ধাপ এগোলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ইতোমধ্যে অনেক সেলিব্রিটি ক্রিকেট দলের মালিক আছেন। শাহরুখ খান, জুহি চাওলা ও প্রীতি জিন্তার নামও আছে এই তালিকায়।
অক্ষয় কুমার সম্প্রতি নতুন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে শ্রীনগর দল কিনেছেন, এটি T-10 ক্রিকেট টুর্নামেন্ট। ২০২৪ সালের ২ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে।
এ বিষয়ে অক্ষয় কুমার বলেন, ‘আইএসপিএল এবং শ্রীনগর দলের অংশ হতে পেরে আমি মুগ্ধ। এই টুর্নামেন্টটি ক্রিকেট বিশ্বে একটি গেম-চেঞ্জার হওয়ার প্রতিশ্রুতি দেয় এবং আমি এই অনন্য ক্রীড়া প্রচেষ্টার অগ্রভাগে থাকার জন্য উন্মুখ’।
ইনস্টাগ্রামে অক্ষয় একটি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, ‘সিনেমা থেকে স্টেডিয়াম! ঘোষণা করতে পেরে আমি গর্বিত যে আইএসপিএল এর নতুন মালিক আমি। আমার দলে খেলার সুযোগ অপেক্ষা করছে। এখনই নিবন্ধন করুন।’
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL) হবে ভারতের প্রথম T10 টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট, যা একটি স্টেডিয়ামের ভিতরে খেলা হবে। মোট ছয়টি দল- হায়দ্রাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা এবং শ্রীনগর প্রতিদ্বন্দ্বিতা করবে।
এ টুর্নামেন্টে ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে যা শুধু মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ২ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে।
অক্ষয়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মিশন রানিগঞ্জ’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। অভিনেতাকে আগামীতে দেখা যাবে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে। সব ঠিক থাকলে ২০২৪ সালের ক্রিসমাস উপলক্ষে মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘ওয়েলকাম ৩’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।