আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পর এবার ইরানও তাদের দেশে অবস্থান করা আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে প্রায় ৪ লাখ আফগান শরণার্থী রয়েছে। ইরানি বার্তা সংস্থা খামা প্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
অক্টোবর মাসের শুরুর দিকে সব আশ্রয়প্রার্থী আফগান শরণার্থীদের চলে যাওয়ার নির্দেশ দেয় পাকিস্তান। দেশে ফিরে যাওয়ার সরকারি সময়সীমা শেষ হয় ১ নভেম্বর। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১৪ লাখ আফগান নিবন্ধিত শরণার্থী হিসেবে পাকিস্তানে অবস্থান করছে আর ৮ লাখ ৮০ হাজার মানুষ বৈধভাবে থাকার অনুমতি পেয়েছে। তবে আরও ১৭ লাখ মানুষ দেশটিতে অবৈধভাবে বসবাস করছে। এখনো শরণার্থীর স্বীকৃতি পায়নি তারা।
ইরানেও লাখ লাখ আফগান বৈধ নথিপত্র ছাড়া বাস করছে।গত সেপ্টেম্বরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তারা ইরান থেকে ৪ লাখ আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠাবেন।
তালেবানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী আব্দুল রহমান রশিদ স্থানীয় সংবাদ সংস্থা টোলো-কে সোমবার বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত ইরান ‘প্রায় ৩ লাখ ৪৫ হাজার’ জন আফগানকে ফেরত পাঠিয়েছে।
ফোনের ব্যাটারি বিস্ফোরণের আগেই ইঙ্গিত দেয়, জানুন বুঝার উপায়
জাতিসংঘ সতর্ক করেছে, আকস্মিকভাবে দেশে ফেরত পাঠানো এই নাগরিকদের জন্য তীব্র শীত ও অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে সংকটময় ও দরিদ্র ঐ দেশে। তা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলি অবৈধ আফগান নাগরিকদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।