আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের পুনের এক ব্যবসায়ী ক্রেতাদের মাসিক কিস্তিতে (ইএমআই) এই ফল কেনার সুযোগ দিচ্ছেন। মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরির ‘হাপুস’ বা আলফানসো বাজারে সেরা আম বলে পরিচিত।
খুচরা বাজারে এক ডজনের দাম চাওয়া হচ্ছে ৮০০-১৩০০ টাকা। ফল ব্যবসায়ী গৌরব সানাসের বলছেন, এখন ইচ্ছেমতো আম কিনে খেতে পারছেন ক্রেতারা। যার দাম মেটানোর সুযোগ পাচ্ছেন পরবর্তি কয়েক মাস ধরে।
তিনি বলেন, মৌসুমের শুরুতে আমের দাম সব সময়ই অনেক চড়া থাকে। সেটা দেখেই মনে হলো ফ্রিজ-এসি বা অন্যান্য জিনিস যদি কিস্তিতে কেনা যায় তাহলে আম কেন নয়? এ সুবিধা থাকলে সবাই কিনতে পারবেন। এভাবে ইএমআইতে তারাই প্রথম আম বিক্রি করছেন বলেও দাবি গৌরবের।
তবে এ সুবিধা নেওয়ার একটি শর্ত আছে। ন্যূনতম ৫০০০ টাকার আম কিনতে হবে ক্রেতাকে। সানাস জানান, কিস্তিতে আম কেনার পদ্ধতি মোবাইল ফোন কেনার মতোই। তাদের দোকান থেকে ক্রেডিট কার্ডে কিনবেন ক্রেতা। মোট ক্রয়মূল্য তিন, ছয় বা ১২ মাসের কিস্তিতে শোধ করা যাবে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.