বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : একের পর এক বদল এসেছে ইলন মাস্কের এক্সে। এমনকি নামও বদলে গেছে। লোগো তো বদলেছেই। মার্ক জাকারবার্গ আর বসে থাকবেন কেন! তিনি এবার পাল্টে ফেললেন ফেসবুকের লোগো। তবে মাস্কের মতো নতুন লোগো আনেননি তিনি। আগের লোগোতেই একটু পরিবর্তন এনেছেন।
সংবাদমাধ্যম ভার্গ বলছে, আইডেন্টিটি সিস্টেম আপডেট করেছে ফেসবুক। অনেকটা গোপনেই এই বদল এনেছে মেটা। তবে ব্যবহারকারীদের অনেকেরই নজর এড়ানো যায়নি।
নতুন লোগোতে দেখা যায়, ‘এফ’ লেখার পেছনের নীল রং আরও গাঢ় হয়েছে। বড় পরিবর্তনের মধ্যে এই একটিই। এ ছাড়া এফের বর্ডারটি আরও স্পষ্ট করা হয়েছে। রাখা হয়েছে কয়েকটি ছোট্ট টুইকস। এটিকে ‘সাহসী, গতিশীল এবং চিরন্তন’ ডিজাইন হিসেবে উল্লেখ করেছে মেটা।
Facebook has updated its logo. pic.twitter.com/Sc0ufoAcyt
— Pop Base (@PopBase) September 20, 2023
এক পোস্টে মেটা বলছে, এই লোগো পরিবর্তন সহজে দেখা না গেলেও এখন থেকে ফেসবুককে আরও শক্তিশালী মনে হবে। বিশেষ করে নীল রং আরও গাঢ় করার কারণে।
মুকেশ আম্বানির জামাই আনন্দ পিরামলের সম্পত্তিতে কেনা যাবে একটি দেশও
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর লোগো পরিবর্তন প্রায়ই হয়ে থাকে। তবে ফেসবুকের পরিবর্তন খুব ধীরে হয়। এমনকি মূল লোগো থেকে তেমন পরিবর্তনের দিকে যায় না প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।