বিনোদন ডেস্ক : আবারও সন্তানের মা হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। বুধবার (২৯ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটে ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম দিয়েছেন তিনি। এটি ন্যান্সির তৃতীয় সন্তান।
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ন্যান্সি৷ সেখান থেকেই তার মা হওয়ার খবরটি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
তিনি জানান, গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে হাসপাতালে ভর্তি হন ন্যান্সি। আজ বিকেলে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে।
গত বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়ে হয় ন্যান্সির। এটি এই দম্পতির প্রথম সন্তান। তবে এর আগের সংসারে ন্যান্সির আরও দুটি মেয়ে রয়েছে। আগের সংসারে দুই সন্তানের জনক মহসিনও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।