Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home এবার আমের দামে রেকর্ড
    বিভাগীয় সংবাদ রাজশাহী

    এবার আমের দামে রেকর্ড

    Shamim RezaMay 31, 20223 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : কম শীত ও অতি খরায় রাজশাহীতে আমের ফলন কমেছে এবার। বৃষ্টি কম হওয়ায় আম আকারেও হয়েছে ছোট। তাই দামের দিক থেকে গেল কয়েক বছরের রেকর্ড ভেঙেছে। এতে কৃষকদের মুখে হাসি ফুটলেও মন খারাপ ক্রেতাদের। আম চাষি ও ব্যবসায়ীরা বলছেন, আমের সরবরাহ খুবই কম। প্রতিবছর মৌসুমের শুরুতে রাজশাহীর হাট-বাজার ও পথ-ঘাট আমে ভরপুর হয়ে ওঠে। কিন্তু এবার আমময় রাজশাহীর সেই চিরচেনা দৃশ্যপট নেই! এখনও যেন সব ফাঁকা ফাঁকাই।

    আমের দাম

    রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট হচ্ছে, পুঠিয়ার বানেশ্বরে। ওই হাটে গিয়ে দেখা যায়, শহরের চেয়ে সেখানে পাইকারি হিসাবে মণ প্রতি আমের দাম ২০০ টাকা থেকে ৩০০ টাকা কম। তবে, এখানকার আম অনেকটা মিশালি।

    দেখা গেছে, জাত আম গোপালভোগের সঙ্গে টক-মিষ্টি স্বাদের গুটিজাতের আম মিশ রয়েছে। আবার ক্যারেটের ওপড়ে বড় আম কিন্তু ভেতরে ছোট আম। এছাড়া বনেদি জাতের আমও মেশানো থাকছে কোনো কোনো আড়ত এবং কৃষকের ভ্যানে। তাই শহরের তুলনায় দাম একটু কম হলেও পরখ করে কিনতে না জানলে ঠকে যাওয়ার আশঙ্কা থাকছে। বানেশ্বর হাট ঘুরে দেখা গেছে, এরই মধ্যে গুটি, গোপালভোগ ও ক্ষিরসাপাত আম বিক্রি হচ্ছে। বাজারে এখন নামার অপেক্ষায় রয়েছে রানিপছন্দ আম। আমের সরবরাহ এখনও কম। বাড়লে বেচাকেনাও পুরোদমে জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা।

    গেল কয়েক বছরের ধারাবাহিকতায় রাজশাহীতে এবারও আম পাড়ার সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। ১৩ মে থেকে সব ধরনের গুটি আম পাড়া শুরু হয়। এরপর ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে লক্ষ্মণভোগ ও রানিপছন্দ নামানো হচ্ছে। এছাড়া ক্ষিরসাপাত বা হিমসাগর নামতে শুরু করেছে ২৮ মে থেকে। ল্যাংড়া আম নামবে ৬ জুন, আম্রপালি ও ফজলি আম ১৫ জুন, আশ্বিনা ও বারী আম-৪ ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই এবং সবার শেষে নতুন জাতের ইলামতি ২০ আগস্ট থেকে ভাঙ্গা শুরু হবে।

    দেখা গেছে, গেল বছর যেই গুটি আম ১ হাজার ২০০ টাকা ছিল এবার সেই আম হাটেই উঠেছে ১ হাজার ৫০০ টাকা মণ দরে। যেই গোপালভোগ আম গত বছর শুরুতে ১ হাজার ৫০০ টাকা ১ হাজার ৮০০ টাকা মণ ছিল সেই আম এবার শুরুতেই ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজর ৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আর কেবলই উঠেছে ক্ষিরপসাপাত আম। এই আম বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা মণ। অথচ গত বছর মৌসুমের শুরুতে ক্ষিরসাপাত আম বিক্রি হয়েছিল ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা মণ দরে। এছাড়া হাটে প্রতিমণ লক্ষ্মণভোগ আম ৯০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা এবং তোতাপুরি, আধাসুন্দরী, রত্নাসহ আঁটি আমগুলো ৬০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সব আমেরই দাম বেশি।

    পুরিয়ার বানেশ্বর আম ব্যবসায়ী হোসেন আলী বলেন, গেল বছরও আমের বাম্পার ফলন হয়েছিল রাজশাহীতে। তবে করোনার ছোবলে দাম পায়নি কৃষক। এবার শুরু থেকেই শীত পড়েছে কম। এর ওপর দীর্ঘায়িত হয়েছে খরা। ফলে শুরুতেই আমের মুকুল গাছে টেকেনি। পরে গুটি বাঁধলেও খরায় গাছ থেকে পানির অভাবে আমের গুটিও ঝরেছে। এরপর টানা তাপদাহে আমের আকার ছোট হয়ে গেছে। সবমিলিয়ে ফলন কমায় সরবরাহ কমেছে। দামও চড়েছে।

    এদিকে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলিম বলেন, আবহাওয়ার তারতম্যের কারণে রাজশাহীতে এবার আমের ফলন কম হয়েছে। তবে এই কম ফলনেও রাজশাহীসহ গোটা দেশের চাহিদা পূরণ সম্ভব। আর এবার দাম বেশি হওয়ায় এই অঞ্চলের কৃষকরাও একটু লাভবান হবেন। গেল দুই বছর করোনার কারণে আম চাষি ও ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার তাদের সেই ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে পারবেন।

    প্রেমের টানে নদী সাঁতরে পশ্চিমবঙ্গে বাংলাদেশি তরুণী

    রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজদার হোসেন জানান, গেল বছর ১৮ হাজার হেক্টর জমিতে ২ লাখ ১৭ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে এই উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এবার রাজশাহীতে ১৮ হাজার হেক্টর জমিতে থাকা বাগান থেকে ২ লাখ ১৬ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। তাপদাহসহ নানা কারণে গাছে ফলন কম হলেও সমস্যা হবে না। ঝড়-ঝঞ্ঝা ও শিলাবৃষ্টির কবলে না পড়লে এই আম দিয়েই গোটা দেশের চাহিদা পূরণ সম্ভব।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আমের আমের দামে এবার দামে বিভাগীয় রাজশাহী রেকর্ড সংবাদ
    Related Posts

    গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা

    August 7, 2025
    Tuhin

    গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

    August 7, 2025
    Gazipu

    সাংবাদিককে টেনেহিঁচড়ে পেটালো দুর্বৃত্তরা, ইট দিয়ে থেঁতলে জখম

    August 7, 2025
    সর্বশেষ খবর
    Primary

    প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

    nintendo indie world games

    All the Indie Magic Unleashed: Nintendo’s August Indie World Showcase

    গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা

    Lava

    ২০২৫ সালে সেরা Lava স্মার্টফোন : বাজেটের মধ্যে সেরা ৫টি মডেল

    hritik

    হৃতিকের ছেলেকে পাপারাজ্জিদের তাড়া, ভিডিও ভাইরাল

    bangladesh-women-football

    ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৪ ধাপ উন্নতি

    GK Shamim

    ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জিকে শামীম

    rituparna-sengupta

    প্রতি রাতে কান্না পায় : ঋতুপর্ণা

    aima

    বিয়ের পিঁড়িতে পাকিস্তানি গায়িকা আইমা বেগ

    EC

    ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.