বিনোদন ডেস্ক : সুপারস্টার অক্ষয় কুমার, যিনি বলিউডে খিলাড়ি নামে খ্যাত। তিনি তার ফিটনেসের জন্য বেশ সুপরিচিত। বছরে ৫-৬টা সিনেমা করে থাকেন এবং প্রতি সিনেমায় পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি রুপি নিয়ে থাকেন।
এবার তিনি মারাঠি সিনেমায় নাম লেখালেন। ঐতিহাসিক মহাকাব্যের গল্পে নির্মিত হতে যাওয়া ‘ভেধাত মারাঠি বীর দৌদলে সাত’ চলচ্চিত্রের মাধ্যমে মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো বড় পর্দায় মহারাজ ছত্রপতি শিবাজিকে ফুটিয়ে তুলতে যাচ্ছেন অক্ষয়।
মুম্বাইয়ে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে অক্ষয় কুমার ছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং নির্মাতা মহেশ মাঞ্জরেকার উপস্থিত ছিলেন।
ঐশ্বর্য্য ছাড়াও ৪ জন নারীর সঙ্গে সম্পর্ক ছিল অভিষেক বচ্চনের
ইতিহাসখ্যাত ‘বীর দাউদলে সাত’-এর গল্প থেকেই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। ১৬৭৪ সালে সাতজন বীর যোদ্ধার অসাধারণ সাহসিকতার কাহিনি তুলে ধরা হয়েছে গল্পে, যাদের একমাত্র লক্ষ্য ছিল শিবাজি মহারাজের স্বরাজ্যের স্বপ্নকে বাস্তবে পরিণত করা। ২০২৩ সালে সিনেমাটি মারাঠিসহ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।