এবার কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে শ্রাবন্তী, গোপন তথ্য ফাঁস

কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যাকে ঘিরে ভক্তদের আগ্রহেরও কমতি নেই। বিভিন্ন সময়ই বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকেন এই নায়িকা। সেটা হতে পারে কখনো ব্যক্তিজীবনকে ঘিরে আবারও বা কখনো নিজের চলচ্চিত্র ক্যারিয়ারকে ঘিরে।

কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে শ্রাবন্তী

সম্প্রতি একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন শ্রাবন্তী। যেখানে তার সঙ্গে আছেন এক কৃষ্ণাঙ্গ মডেলও। যার নাম ইদ্রিস ভার্গো। ওই মডেলই শ্রাবন্তীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে লিখেছেন, ‘আমার প্রথম বলিউড প্রোজেক্ট, সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে।’

যেখানে একদিনেই রিয়েক্ট পড়েছে প্রায় ২৯ হাজারের বেশি। সেইসঙ্গে মন্তব্যও জমা পড়েছে অনেক। তবে অধিকাংশ মন্তব্যই অশ্লীল। যেখানে নেটিজেনরা বিভিন্ন যৌন ইঙ্গিত করেছে। তবে কেউ কেউ আবার ইদ্রিসের ক্যাপশন শুধরে দেয়ার চেষ্টা করেছেন। তাদের দাবি, এটা বলিউড প্রজেক্ট নয়, টলিউড প্রজেক্ট হবে।

নতুন এই সিনেমার শুটিং চলছে লন্ডনে। সেখান থেকে শ্রাবন্তী নিজেও ছবি শেয়ার করছেন। যদিও খোলাসা করেননি কিছুই। তবে ইদ্রিস ভার্গোর পোস্টের পর বিষয়টি চর্চায় উঠে এসেছে।

শনিবার খোলা থাকবে ব্যাংক

জানা গেছে, ইদ্রিস ভার্গো একজন পেশাদার বক্সার। এর পাশাপাশি তিনি মডেলিং, অভিনয় করেন। তিনি ও শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ক্রুশল আহুজা ও দিতিপ্রিয়া রায় প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসকে মুভিজ। শ্রাবন্তীকে সম্প্রতি বড় পর্দায় দেখা গেছে ‘ভয় পেও না’ সিনেমায়। যেখানে তিনি জুটি বেঁধেছেন ওম সাহানির সঙ্গে। সিনেমাটি খুব একটা সাড়া পায়নি।