ক্রিকেট নয় এবার সিনেমায় ঝড় তুলবেন ধোনি

ধোনি

বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের পার্ট চুকিয়েছেন বেশ কয়েকবছর আগেই। ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক অঙ্গনকে বিদায় জানালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও তিনি স্বরূপে প্রতীয়মান। চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে এখনও মাঠ কাঁপাচ্ছেন তিনি।

ধোনি

মাঠের খেলা কমিয়ে দিলেও জনপ্রিয়তায় তার যে কোনো ভাটা পড়েনি এখনও সেটি খালি চোখেই দৃশ্যমান। জনপ্রিয়তার দিক থেকে এখনও যেকোনো বলিউড তারকাকেও টক্কর দিতে পারেন তিনি অনায়াসেই সেটি বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়বে না কারোরই।।

daraz
ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে নিয়মিত মুখ ধোনিকে এবারে দেখা যাবে নতুন একরূপে। মাঠের পর এবারে সিনেমার পর্দা কাঁপাতে আসছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

তবে অভিনেতারূপে নয়, ধোনি আসছেন প্রযোজক হিসেবে। একটি তামিল ছবি প্রযোজনা করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। ছবিটির নাম ‘এলজিএম’ যার ফুল মিনিং ‘লেটস গেট ম্যারেড’।

ধোনি ও তার স্ত্রী সাক্ষী সিংয়ের যৌথভাবে খেলা প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্ট’ সম্প্রতি প্রকাশ্যে এনেছে এই ছবির পোস্টার।

ধোনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও এই ছবির পোস্টার শেয়ার করেছেন। পোস্টার শেয়ার করে তিনি লিখেন, ‘এই ছবি আপনাদের সবার মুখে হাসি ফোটাবে।’

জানা গেছে, পুরোপুরি বিনোদনমূলক অর্থাৎ রোমান্টিক কমেডি ঘরানার হতে যাচ্ছে ‘এলজিএম’। রমেশ তামিলমণি পরিচালিত এ সিনেমার মূল গল্প এক অল্পবয়সি জুটিকে নিয়ে, যারা বিয়ে করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ভুয়া কাবিনে স্বামী দাবি, কারাগারে সেই মহিলা ভাইস চেয়ারম্যান

এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ‘বিগ বস তামিল’ খ্যাত অভিনেতা হরিশ কল্যাণ। ছবির অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া ও ইভানা।