‘জওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি বর্তমানে ব্যস্ত তার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছবি নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় থাকছেন আল্লু অর্জুন। অস্থায়ীভাবে ‘AA22’ নামে পরিচিত এই ছবিটি হতে যাচ্ছে সুপারহিরো ঘরানার। ছবিটির বাজেট প্রায় ৮০০ কোটি রুপি।
এবার এই ছবি ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অ্যাটলি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অ্যাটলি ইনস্টাগ্রামে হলিউড তারকা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন এবং ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নতুন করে ফলো করা শুরু করেছেন। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা।
ভক্তরা স্ক্রিনশট শেয়ার করে বলছেন, এটি কোনও সাধারণ সামাজিক যোগাযোগ নয়। বরং হয়তো কোনও বড়সড় সহযোগিতার ইঙ্গিত।
এই অনাকাঙ্ক্ষিত সংযোগ দেখে কেউ কেউ বলছেন, ‘AA22’ ছবিতে ডোয়েইন জনসন বা হার্দিক পান্ডিয়ার ক্যামিও থাকতে পারে।
কেউ বলছেন, আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে অ্যাটলি হয়তো দ্য রককে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবছেন। এমনকি কেউ কেউ অনুমান করছেন, হার্দিক পান্ডিয়ার জন্য হয়তো কোনও বিশেষ দৃশ্য বা সংলাপও তৈরি করা হচ্ছে।
যদিও এসব বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সূত্র জানায়, অ্যাটলি শুধুমাত্র ভিএফএক্স-এর জন্য ৩৫০-৪০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করছেন। নির্মাতারা নাকি বাজেট বাড়ানোর ক্ষেত্রে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এর আগে, এমন বিশাল ভিএফএক্স বাজেট তেলুগু সিনেমায় খুব কমই দেখা গেছে।
রোমান্স ও নাটকীয়তার মিশেলে নতুন ওয়েব সিরিজ, একা দেখার জন্য সেরা!
এখন দেখার বিষয়, ভক্তদের এই কল্পনা কতটা সত্যি হয়। বলিউডে কি এবার সত্যিই দেখা যাবে ‘দ্য রক’-কে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।