বিনোদন ডেস্ক : গত ঈদে বাংলাভিশনে প্রচারিত হয়েছে গুণী নাট্যকার ও নির্মাতা সাগর জাহান পরিচালিত ঈদের ধারাবাহিক নাটক ‘উড়াল দিব আকাশে’। এতে হোসনা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন এই প্রজন্মের অভিনেত্রী নায়মা আলম মাহা, যিনি তার জীবন চলার পথে অভিনয়কেই ভালোবেসে অভিনয় শিল্পকেই বুকে লালন করে নিয়েছেন।
ঈদের আগেই এই নাটকের শুটিংয়ের সময়ই মাহার বিশ্বাস ছিল যে, এই নাটকে হোসনা চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাবেন। হয়েছেও ঠিক তাই।
নাটকটি টিভিতে প্রচারের পর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। যারা টিভিতে মিস করেছেন তারা নাটকটি ইউটিউবে বেশ আগ্রহ নিয়ে দেখছেন। কারণ এটি সাগর জাহান পরিচালিত নাটক।
মাহা এই সময়ে এসে অভিনয়ে বেশ ভালো করছেন। তবে শিগগিরই মাহাকে দেখা যাবে মুন্নী চরিত্রে। মারুফ রেহমানের রচনায় ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘সখী সব করে রব’ নাটকে মুন্নী চরিত্রে মাহাকে দেখা যাবে।
এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং-এ অংশ নিয়েছেন তিনি। আবার কদিন পরেই নতুন লটের শুটিং শুরু হবে।
ঈদের কাজ এবং নতুন কাজ প্রসঙ্গে মাহা বলেন, শ্রদ্ধেয় সাগর জাহান ভাইয়ের ঈদ ধারাবাহিক নাটক উড়াল দিব আকাশে-নাটকে হোসনা চরিত্রে অভিনয়ের জন্য ঈদপরবর্তী সময়ে বেশ ভালো সাড়া পেয়েছি। এর পুরো কৃতিত্ব আসলে সাগর ভাইয়ের। কারণ তিনি আমাকে নির্বাচিত করেছেন। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে সহযোগিতা করেছেন। সহযোগিতা করেছেন সহশিল্পীরাও। ধন্যবাদ পুরো ইউনিটকে। আর আমি ভীষণ আশাবাদী নঈম ইমতিয়াজ নেয়ামুল ভাইয়ের নতুন ধারাবাহিক ‘সখী সব করে রব’ নিয়ে। কারণ এই ধারাবাহিকেও আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।
নতুন ধারাবাহিক ‘সখী সব করে রব’ প্রচারে আসবে চ্যানেল আইতে। চ্যানেল আইতে মাহা অভিনীত আরও একটি ধারাবাহিক প্রচারে আসবে। নাটকের নাম ‘ষণ্ডা পাণ্ডা’।
এটি নির্মাণ করেছেন সালাহউদ্দিন লাভলু। তিনি ছুটি শেষে নিমা রহমানের পরিচালনায় বাংলা ভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘গুলশান অ্যাভিনিউ সিজন টুর শুটিং শুরু করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।