বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী ম্রুনাল ঠাকুর জানিয়েছিলেন, তিনি সিঙ্গেল আছেন। তার জীবনে কেউ নেই। বিয়ের প্রসঙ্গেও অভিনেত্রীর স্পষ্ট জবাব, তিনি বিয়ের জন্য কাউকেই এই মুহূর্তে খুঁজছেন না। তবে দীপাবলির উৎসবে যেন ভিন্ন কিছুই দেখা গেল! বলিউড র্যাপার ও গায়ক বাদশার সঙ্গে হাতে হাত রেখে পার্টিতে দেখা গেল ম্রুনালকে, যা নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।
১০ নভেম্বর শিল্পা শেঠির তারকা-সজ্জিত দীপাবলি পার্টিতে অংশ নিয়েছিলেন ম্রুণাল ঠাকুর ও বাদশা ৷ সেই পার্টির একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয়েছে, ডেটিং করছেন ম্রুণাল ঠাকুর ও বাদশা ।
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দীপাবলির পার্টির ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে র্যাপার-গায়ক বাদশা এবং শিল্পা শেঠির সাথে। রবিবার গ্র্যান্ড দীপাবলির পার্টি থেকে ছবিটি শেয়ার করেছেন ম্রুনাল। ক্যাপশনে লেখা ছিল, ‘দুটি প্রিয় মুনাষ। ’ ম্রুনালের শেয়ার করা ছবি বাদশা তার ইনস্টাগ্রাম স্টোরিজে গল্পটি পুনরায় পোস্ট করেছেন। যার ফলে জল্পনা আরো বাড়ছে দুজনকে ঘিরে।
এর পরই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে মৃণাল ও বাদশাকে কয়েক সেকেন্ডের জন্য হাত ধরে থাকতে দেখা যায়। এরপর দুজন একই গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ম্রুনাল একটি জলপাই সবুজ লেহেঙ্গা পরেছিলেন, বাদশার গায়ে ছিল কালো ঐতিহ্যগত পোশাক। এদিকে সামাজিক মাধ্যমে দুজনের এই ভিডিও নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি বাদশার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ম্রুনাল? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। যদিও এ প্রসঙ্গে র্যাপার বাদশা কিংবা ম্রুনাল কেউই কোনো মন্তব্য করেননি। তাই ভক্তদেরও অপেক্ষা ছাড়া আর কোনো উপায় আপাতত নেই! সময়ই বলে দেবে, এটিও নিছক গুঞ্জন, নাকি সত্যি প্রেমে মজেছেন ম্রুনাল-বাদশা।
৩ সেকেন্ডেই ৪০ কিলোমিটার, দেরি না করে এখনই বাড়িতে আনুন এই বাইক
ম্রুনাল ঠাকুরকে সর্বশেষ ‘মেড ইন হেভেন’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে। এটি নির্মাণ করেছেন জোয়া আখতার, রীমা কাগতি, অলংকৃত শ্রীবাস্তব, নিত্য মেহরা ও নীরজ ঘায়ওয়ান। শুক্রবার ৩ নভেম্বর মুক্তি পেয়েছে ম্রুনালের সিনেমা ‘আঁখ মিচোলি’। উমেশ শুক্লা পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অভিমন্যু দাসানি ও পরেশ রাওয়াল। সামনে ম্রুনালকে তেলুগু ফিল্ম ‘হাই নান্না’তে দেখা যাবে অভিনেতা নানির সঙ্গে। আগামী ৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।