বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিতে ২২ বছর পার করে ফেলেছেন হৃতিক রোশন। তবুও এই অভিনেতার ফিটনেস দেখে বোঝা দায় যে ৫০-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন ‘কহো না প্যায় হ্যায়’ তারকা।
দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব হৃতিক। তাকে শেষ দেখা গিয়েছে ‘ওয়ার’ (২০১৯) সিনেমাতে। তবে সামনেই মুক্তি পাচ্ছে ‘বিক্রম বেদা’ আর এই সিনেমা মুক্তি পেলেই ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু করবেন হৃতিক। এই সিনেমা ঘিরে গত ২ বছর ধরে চর্চা থামছে না। এই সিনেমা দিয়ে প্রথমবার রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে হৃতিক-দীপিকাকে! সিনেমাটিতে ভারতীয় বায়ুসেনার পাইলট হিসাবে দেখা যাবে হৃতিককে।
সিনেমাটির জন্য হাড়ভাঙা পরিশ্রম করছেন হৃতিক। আগামী ১৫ই নভেম্বর থেকে ‘ফাইটার’-এর শুটিং শুরু হবে। হৃতিকের ঘনিষ্ঠমহল থেকে জানা যায়, ‘ফাইটার’-এর জন্য ১২ সপ্তাহ ধরে কঠোর ওয়ার্কআউটের পর চেহারা বদলে ফেলেছেন হৃতিক।
‘ফাইটার’-এর বেশিরভাগ অ্যাকশন থাকবে আকাশে। এই সিনেমা প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। প্রায় চার-পাঁচটি দেশে ‘ফাইটার’এর শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ফাইটার’। অন্যদিকে হৃতিকের বিক্রম বেধা’ মুক্তি পাচ্ছে চলতি মাসের ৩০ তারিখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।