এবার নাভালনির স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ রুশ আদালতের

নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক : ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রেখেছে রাশিয়া। দেশটিতে এবার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। চরমপন্থার অভিযোগে তার বিরুদ্ধে এই নির্দেশ দেয় রাশিয়ান আদালত। বুধবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নাভালনি

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর একটি আদালত রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রীর বিরুদ্ধে চরমপন্থার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। অবশ্য নাভালনির স্ত্রী বর্তমানে রাশিয়ার বাইরে রয়েছেন।

তাস নিউজ এজেন্সি জানিয়েছে, রাশিয়ার বাইরে বসবাসকারী ইউলিয়া নাভালনায়ার বিরুদ্ধে ‘চরমপন্থি সমাজে অংশগ্রহণে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বিবিসি বলছে, গত এক দশকের মধ্যে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী নেতা ছিলেন নাভালনি। আর্কটিক সার্কেল জেলে বন্দি থাকা অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি মারা যান। রাশিয়ান কর্তৃপক্ষ বলেছিল, তিনি প্রাকৃতিক কারণে মারা গেছেন। তবে তার বিধবা বলেছেন, নাভালনিকে ‘নির্যাতন, ক্ষুধার্ত রেখে হত্যা করেছেন’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নাভালনি মূলত চরমপন্থার অভিযোগে ১৯ বছরের কারাভোগ করছিলেন। তার বিরুদ্ধে এই অভিযোগ ও সাজাকে ব্যাপকভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে দেখা হয়।

এদিকে নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়া জানিয়ে ইউলিয়া নাভালনায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন: ‘আপনি যখন এই বিষয়ে লিখবেন, দয়া করে মূল জিনিসটি লিখতে ভুলবেন না: ভ্লাদিমির পুতিন একজন খুনি এবং একজন যুদ্ধাপরাধী।’

তিনি আরও বলেন, ‘তার জায়গা কারাগারে এবং হেগের অন্য কোথাও নয়।’ এদিকে আলেক্সি নাভালনির মৃত্যুর পর স্বামীর কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাভালনায়া। মস্কো আদালত রায় দিয়েছে, নাভালনায়াকে হেফাজতে নিয়ে রিমান্ডে নেওয়া উচিত এবং এরপরই তাকে ওয়ান্টেড ঘোষণা করা হয়।

আদালতের এই সিদ্ধান্তের অর্থ হলো, নাভালনির এই বিধবা স্ত্রী রাশিয়ায় পা রাখলে তাকে গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য, মিসেস নাভালনায়া গত মার্চ মাসে তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারেননি। যদিও এরপর থেকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতাদের অনেকের সঙ্গেই দেখা করেছেন।

পানি দিয়েই চাষ করুন রসুন, হবে বাম্পার ফলন

এই মাসে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটি একটি অলাভজনক সংস্থা যা বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য কাজ করে। নাভালনায়া বলেছেন, পুতিনের বিরুদ্ধে তার স্বামী যে লড়াই করেছিলেন, তা আরও জোরদার করতে তিনি তার ভূমিকা পালন করবেন।