এবার নোবেল পুরস্কার পেলেন নাকের লোম গুনে

নোবেল পুরুস্কার

আন্তর্জাতিক ডেস্ক : একই কথা একজন লোকের সামনে বারবার বললে তাঁর অনুভূতি কেমন হয়? একজন মানুষের নাকের দুই ছিদ্রের লোমের সংখ্যা কি সমান? জিহ্বায় বিদ্যুৎ যুক্ত করা হলে, খাবারের স্বাদ কি বেড়ে যায়?

নোবেল পুরুস্কার

এমন অদ্ভুত সব প্রশ্নের উত্তর বের করে নোবেল পুরস্কার জিতেছেন গবেষকেরা। তবে এটি সুইডেনের বিখ্যাত নোবেল পুরস্কার নয়, আইজি নোবেল পুরস্কার। অদ্ভুত ও ব্যতিক্রম কাজের স্বীকৃতি হিসেবে এই নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে।

গত বৃহস্পতিবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে আইজি নোবেলের ৩৩তম আসর। এতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ২২টি দেশের গবেষকেরা। এর মধ্যে আমেরিকার পাঁচজন, চারজন ব্রিটিশ ও তিনজন চীনা। প্রত্যেক বিজয়ীকে ১০ ট্রিলিয়ন জিম্বাবুয়ে ডলার দেওয়া হয়। সঙ্গে ছিল আইজি সিউডো কোলার একটি প্যাক।

বিশ্বের যেসব দেশে ঘুরতে ভিসার কোন প্রয়োজন নেই

সবচেয়ে মজার পুরস্কারটি দেওয়া হয় চিকিৎসাশাস্ত্রে। একজন মানুষের নাকের দুই ছিদ্রতে কি পরিমাণ লোম রয়েছে তা গুনে দেখার জন্য এই পুরস্কার দেওয়া হয়। মরদেহে চালানো হয় এই পরীক্ষা। তাতে দেখা যায়, ডান ছিদ্রে ১১২টি ও বাম ছিদ্রে ১২০টি লোম রয়েছে।