এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে শাহরুখের ছেলের ছবি ভাইরাল

পাকিস্তানি নায়িকার

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই বলিউডপাড়ায় গুঞ্জন উঠেছিলেনা নোরা ফতেহির সঙ্গে প্রেম করছেন আরিয়ান খান। তবে সেটি নিয়ে শাহরুখপুত্র বা নোরার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার পাকিস্তানি এক অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

পাকিস্তানি নায়িকার

ছবিতে আরিয়ান খানের সঙ্গে দেখা গেছে পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানকে। সাদিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন। ছবিটি যে নতুন বছর উদ্‌যাপনের সময় তোলা, সেটিও জানিয়েছেন সাদিয়া। এর পর থেকে অনেকে অনুমান করছেন, এই পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে হয়তো প্রেম করছেন আরিয়ান।

ছবিটিতে সাদিয়াকে দেখা গেছে কালো রঙের পোশাকে, আরিয়ানের পরনে লাল টি-শার্ট ও সাদা জ্যাকেট।

৩৫ বছর বয়সী সাদিয়া পাকিস্তানের টিভি ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। ‘খুদা অওর মোহাব্বত’-এর প্রথম ও দ্বিতীয় সিজনে ‘ইমান’ চরিত্র করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তবে কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত সাদিয়া। তাঁকে শেষ দেখা যায় ২০১৮ সালে মুক্তি পাওয়া সিরিয়াল ‘মরিয়ম পেরিয়েরা’-তে।

নতুন রূপে আসছেন ‘ম্যাডাম ফুলি’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে আরিয়ানের প্রেমের গুঞ্জন ছিল। টক শোতে আরিয়ানকে ভালো লাগার কথা নিজেই জানিয়েছেন অনন্যা। তবে দুই তারকার কেউই তাদের সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি।