আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। কয়েকমাস আগেও পরপর একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণের এমন অভিযোগ উঠেছে ওয়ানপ্লাস সংস্থার নর্ড সিরিজ ফোনের বিরুদ্ধে।
এবার একই অভিযোগ উঠল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাব-ব্র্যান্ড রেডমির বিরুদ্ধে। ভারতের দিল্লিতে রেডমি ৬এ মডেলের একটি ফোন বিস্ফোরিত হয়। এর ফলে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ওই নারীর আত্মীয় ইউটিউবার মানজিত টুইটারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘুমের সময় বালিশের কাছে স্মার্টফোনটি রাখা ছিল। বিস্ফোরণে ফোনটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পেছনের অংশ পুড়ে গেছে এবং ব্যাটারিও ফুলে গেছে।
মানজিত বলেন, বিস্ফোরণে নিহত নারী আমার মাসি হয়। তিনি খুবই সাধারণ একজন মানুষ, ফোনের ব্যবহারও তেমন একটা জানতেন না। শুধু ফোন করা ও ইউটিউব দেখার জন্যই তিনি মোবাইলটি ব্যবহার করতেন। যদি ব্র্যান্ড তাদের ভুল স্বীকার না করে তাহলে আমরা আইনের আশ্রয় নেব।
টুইটারে বিস্ফোরিত স্মার্টফোনের ছবি ও মৃত নারীর ছবি প্রকাশ করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে শাওমি। তারা বলছে, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষ বিষয়।
রেডমি ফোনে এই প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা কিন্তু নয়। এর আগে ২০১৯ সালে রেডমি ৯এ মোবাইল ফোন বিস্ফোরিত হয়েছে। তবে সে যাত্রায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এবারের বিস্ফোরণে নারীর মৃত্যু হয়েছে অভিযোগ উঠল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।