বিনোদন ডেস্ক : বলিউড কুইন কঙ্গনা রানাউতের নিশানা থেকে পার পান না ইন্ডাস্ট্রির বড় বড় তারকা থেকে শুরু করে ও অন্যান্যরা। বলিউড নিয়ে বেফাঁস মন্তব্য তার পুরোনো অভ্যাস। ইতিবাচক মন্তব্য তার কাছে খুব কমই শোনা যায়। এবার তিনি একহাত নিলেন কাপুর খানদানকে।
বলিউডে কাপুর খানদানের নামডাক অনেক দিনের। এটা মোটেও সহ্য করতে পারেন না কঙ্গনা রানাউত। এবার রণবীর কাপুর ও আলিয়া ভাটের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার যেতেই হিংসায় জ্বলে-পুড়ে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।
সোমবার রাতে মুম্বাইতে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এ আসরে বেশ ঝলমলে পোশাকে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। একাই গেছেন সেখানে, স্বামী রণবীর কাপুরকে দেখা যায়নি।
সংগত কারণে আলিয়া যেমন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিজে গ্রহণ করেছেন, তেমনি রণবীরের পক্ষে দাদাসাহেব ফালকে নিতে স্টেজে উঠেছেন তিনি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর। আর চিত্র দেখে রীতিমতো কঙ্গনার মেজাজ তিরিক্ষি।
কঙ্গনার ভাষায়, ‘এই হচ্ছে নেপো কীটপতঙ্গদের জীবন। এরা মা–বাবার নাম আর প্রতিপত্তি ভাঙিয়ে পদলেহন করে কাজ পায় আর কেউ যদি নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, তাকে সরিয়ে দেয়। পিআর–দের টাকা খাইয়ে ভুলভাল খবর ছড়ায় তাদের নামে। এদের সব্বাইকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি। চারপাশে এত শয়তান, জীবনে সৌন্দর্য আসবে কী করে!’
ইনস্টাগ্রামে তার মতো করে পছন্দের দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করে বলেন, ‘এরা অনুষ্ঠানে যাক বা না যাক, পুরস্কারের যোগ্য এরাই।’ কঙ্গনা রানাউতের সেই তালিকায় রয়েছেন টাবু, ম্রুণাল ঠাকুর, রিশব শেট্টি, রাজামৌলি, অনুপম খেরদের মতো তারকারা।
বিতর্কিত পোস্টের কারণেই ২০২১ সালে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘ ২০ মাস পর গেল জানুয়ারিতে সেই টুইটার অ্যাকাউন্ট ফিরে পান এই বলিউড অভিনেত্রী। আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে তার অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।