Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নারী দিবসে শাড়ি পড়ে নেট দুনিয়ায় ঝড় ‍তুললেন স্যান্ডি সাহা
    বিনোদন

    নারী দিবসে শাড়ি পড়ে নেট দুনিয়ায় ঝড় ‍তুললেন স্যান্ডি সাহা

    Shamim RezaMarch 8, 20235 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : নারী দিবস উদ্‌যাপনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠে বার বার। বলা হয়, মেয়েরা তো সব সুযোগই পাচ্ছে। নিজের ইচ্ছামতো পোশাক পরছে। বাইরে ঘুরতে যাচ্ছে, আয় করছে, খাচ্ছেদাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। সুযোগ-সুবিধা আদায়ের বিষয়েও পুরুষদের থেকে কোনও অংশেই পিছিয়ে নেই তারা! তা হলে কেন আলাদা করে ‘নারী দিবস’ পালন করা হবে? এ বার তো পুরুষ দিবসে জোর দিতে হবে, না কি! বার বারই আড্ডার আসরে এই প্রশ্ন উঠতেই থাকে। কিন্তু বিষয়টি একটু ঘুরিয়ে দেখলে কেমন হয়? সব সময়ে তো আমরা নারী দিবসে নারীদের না পাওয়া বিষয়গুলি নিয়ে কথা বলি, কখনও আবার নারীদের সফল হওয়ার কাহিনি চলে আসে আমাদের আলোচনার কেন্দ্রে।

    স্যান্ডি সাহা

    নারী খোলামেলা জামা পরলে ছেলেরা কেন সে দিকে তাকিয়ে থাকে, তা নিয়ে কথা হয়। পোশাক দেখে যদি নারীদের চরিত্রের মাপকাঠি নির্ণয় করা হয়, তা হলে তা নিয়ে চলে দারুণ বিতর্ক। নারীদের কেন নিজের ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা নেই— তা নিয়ে তো হামেশাই সরব হন সমাজের বিদ্বজ্জনেরা! আচ্ছা ভেবে বলুন তো, ছেলেদের পোশাক পরার স্বাধীনতায় কি কখনও হস্তক্ষেপ করা হয় না? ছেলেদের কি আছে নিজের মনের মতো পোশাক পরার স্বাধীনতা? চাইলে বলতেই পারেন পুরুষকে পোশাক পরা নিয়ে আবার কবে বাধা পেতে হয়েছে? পেতে হয়েছে বইকি!

    এখন যদি আপনার সামনে কোনও পুরুষ শাড়ি পরে আসেন, কিংবা হাত, কান, গলায় গয়না পরে— শুরু হয়ে যায় কোলাহল! কেন নারীর পোশাক পুরুষের পরনে, তা নিয়ে শুরু হয় জোর চর্চা। মনে পড়ে অভিনেতা অমিতাভ বচ্চনের স্কার্ট পরে স্টেজ ওঠার প্রসঙ্গ। সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ আর কটাক্ষ! পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন অভিনেতা রণবীর সিংহও। স্কার্টের উপরে ব্লেজ়ার পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন রণবীর। অনুষ্ঠানের মাঝেই তাঁকে নিয়ে চলে ঠাট্টা-তামাশা। তবে নিন্দকদের মোটেই পাত্তা দিতে নারাজ অভিনেতা। রণবীর আছেন নিজের মেজাজেই।

       

    গোলাপি আর শুধু মেয়েদের রং নেই। পুরুষের রং শুধু নীল, সাদা কিংবা কালো নয়। হ্যারি স্টাইল থেকে রণবীর সিংহ, ছেলেদের চিরাচরিত ফ্যাশন-ভাবনাকে দুমড়েমুচড়ে ভাঙছেন অনেকেই। পিছিয়ে নেই শহরের ছেলেরাও। শহুরে পোলার পরনে শাড়ি! কপালে লাল টিপ! আঙুলে নেল পালিশ— এমন উদাহরণও আছে। পোশাকশিল্পী ও সমাজমাধ্যমে প্রভাবী পুষ্পক সেন। আদ্যোপান্ত কলকাতার বাঙালি। বাঁধাধরা ফ্যাশনে নিজেকে গুটিয়ে রাখতে নারাজ। শাড়ি, গলাভর্তি গয়না, কপালে বড় টিপ আর সঙ্গে দাড়ি। তা নিয়েও লোকজনের কাছে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। তবে হাল ছা়ড়েননি তিনি। গোটা পৃথিবীর মানুষ ছেলেমেয়ে নির্বিশেষে যেন শাড়িকে ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে দেখে, সে প্রচেষ্টাই চালিয়ে যেতে চান তিনি। তাই বিয়ে বাড়ি হোক কিংবা বিশেষ কোনও অনুষ্ঠান— মায়ের শাড়িতেই স্বচ্ছন্দ বোধ করেন পুষ্পক। আমরা পশ্চিমি পোশাকে স্বচ্ছন্দ, তবে পশ্চিমের দেশগুলি আমাদের পোশাক সম্পর্কে কতটুকু জানে? বিশ্বের দরবারে শাড়ির কদর বাড়াতেই শাড়ি পরে বিদেশের রাস্তাতেও হাঁটেন তিনি। বিশ্বমঞ্চে ভারতীয় পোশাকের সম্ভারকে তুলে ধরার স্বপ্ন দেখেন পুষ্পক।

    অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের সাজগোজ নিয়েও চারদিকে চর্চার শেষ নেই। তাঁর নাকে নথ, গলায় মোটা হার, হাতের বালাজোড়াকে কি ভাল চোখে দেখে সমাজ? সুজয়প্রসাদ বলেন, ‘‘সাবেকি ঐতিহ্যকে সম্মান করে যদি এখনকার প্রজন্ম পোশাক নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করে, তাতে ক্ষতিটা কোথায়? নারী মানেই শাড়ি— কথাটা কিন্তু একেবারেই ঠিক নয়। আমরা নারীকে শাড়িতে দেখতে ভালবাসি, তাঁদের শাড়িতে দেখতে অভ্যস্ত বলেই আমরা ও রকম একটা ভাবনা তৈরি করে ফেলেছি। শাড়ি পরলে মানাবে কি না, সেটা পুরোটাই নির্ভর করে এক জনের ব্যক্তিত্বের উপর। আমি গোয়ায় গিয়ে এক বার শাড়ি পরেছিলাম, তবে শাড়ি পরতে অভ্যস্ত নই বলে ঠিক করে সামলে উঠতে পারিনি।

    এখন আর খুব একটা শাড়ি পরা হয় না, তবে শাড়ি কেটে ধুতি কিংবা প্যান্ট বানিয়ে পরি। ফ্যাশন আমাদের ব্যক্তিত্বের প্রসার। পোশাক পরে নজর কাড়তে হবে সেই ভাবনার থেকেও বড় বিষয় হল পোশাকটিকে নিজের মতো করে পরার উপলব্ধি।’’

    কোনও জামাকাপড় কিনে পরার পর সেটি নিজের হল, না কি পোশাকটা পোশাকই থেকে গেল, সেটা ভাবনার বিষয়। অভিনেতার বক্তব্য, ‘‘আমার পোশাক সমাজ ঠিক করে দিতে পারে না। আমি ছেলে হয়ে শাড়ি পরতে স্বচ্ছন্দ কি না, সেটা বড় বিষয়। প্রথম প্রথম আমার সাজপোশাক সমাজের মাথাব্যথার কারণ হয়েঠিল বটে, তবে আমি এখন আর সেই সব বিষয়কে পাত্তা দিই না। আমাকে দেখে অনেক ছেলেই এখন আমার মতো করে সাজে, সেই বিষয়টি কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আমি অনেকের পথপ্রদর্শক হতে পেরেছি তাতেই আমি খুশি। যে সব ছেলে পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছে, তাদের জন্য বলব, সমাজের বিরুদ্ধাচারণ করলে চলবে না, সমাজের সঙ্গে দর কষাকষিতে নামতে হবে। মুখোমুখি দাড়িয়ে লড়াইটা চালিয়ে যেতে হবে, এক দিন জয় আসবেই।’’

    সমাজমাধ্যমে তাঁর ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি খান মানুষ। ইউটিউবে অনুরাগীর সংখ্য সাড়ে চার লক্ষ ছুঁই ছুঁই। তিনি স্যান্ডি সাহা। পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন তিনিও। কখনও তার পরনে লালপাড় সাদা শাড়ি, কখনও আবার স্কার্ট টপ পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন স্যান্ডি। কখনও গাউন, তো কখনও মেয়েদের অন্তর্বাস পরেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সবেতেই যেন নজরকাড়া স্যান্ডি! স্যান্ডি বলেন, ‘‘শাড়ি পরা মানেই কিন্তু মেয়ে হতে চাওয়া নয়। অভিতাভ বচ্চন থেকে রণবীর সিংহ, টলিপাড়ার সৌরভ দাসদাও কিন্তু স্কার্ট পরেছেন।

    তাই বলে তো আর তাঁরা মেয়ে হতে চাইছেন, এমনটা নয়। ভালবাসা আর রামধনুর মতো পোশাকেরও কিন্তু কোনও লিঙ্গপরিচয় থাকতে পারে না। আমি মনে করি সম্পর্কে জড়ানোর ক্ষেত্রেই হোক কিংবা পোশাক বাছাই, নিজের যা মন চায়, তাকেই গুরুত্ব দেওয়া উচিত।

    ‘কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁকা কাম হ্যায় কহনা!’ মেয়েরা প্যান্ট-শার্ট পরে রাস্তায় বেরোলে তো তাঁদের লিঙ্গপরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয় না? এক জন ছেলে যদি শাড়ি পরে, নাকে নথ ও কানে দুল পরে তা হলে এত কথা কিসের? নিজের পছন্দটাকে গুরুত্ব দাও। লোকে এক দিন বলবে, দু’দিন বলবে, তৃতীয় দিনে তারা বলা বন্ধ করে দেবে। নিজের পরিচিতি অর্জন করার লক্ষ্যে এগোও, লোকে নিজেই তোমার থেকে অনুপ্রেরণা নেবে। হ্যাঁ, আমার মধ্যে কোথাও একটা নারীসত্তা আছে, তাই আমার মেয়েদের মতো করে সাজতে ভাল লাগে, তবে আমি কখনওই রূপান্তরিত হতে চাই না। মন থেকে নারী হলেও পুরুষদের শরীর নিয়েই আমি খুশি। তবে আমি মনে করি পোশাক নিয়ে বাছবিচার করা এ বার বোধ হয় বন্ধ করার সময় এসেছে। যিনি মন থেকে নারী, তিনিও স্বচ্ছন্দ হলে শাড়ি পরুন। আর যে সব পুরুষ ফ্যাশনের ছক ভাঙতে চাইছেন, তাঁরাও ইচ্ছা হলে শাড়ি পরুন, সমাজের পরোয়া না করেই।’’

    এ যেন এক আস্ত সমুদ্র, দেখুন নীতা আম্বানির সবচেয়ে সুন্দর বাথরুম

    নারী-পুরুষের খাপে বসানো চিন্তাধারার তোয়াক্কা না করে এই বিশেষ ধরনের পোশাক পরার স্টাইলকে অ্যান্ড্রোজিনাস ফ্যাশন বলে। এই ঘরানায় সাজকে কোনও লিঙ্গের মধ্যে সীমিত রাখতে নারাজ শৌখিন-শৌখিনিরা। ভারতে অনেকে এই ধরনের পোশাক পরা নিয়ে তামাশা করেন, কেউ আবার ছকভাঙা ফ্যাশনধারাকে আপন করে নিয়েছেন। প্রশ্নটা এখনও একটাই সমাজের নজরে কমে স্বীকৃতি পাবে এমন পোশাকের ধারা? কবে লোকে কোনও ছেলেকে শাড়ি পরতে দেখে পিছনে ফিরে তাকাবে না? কবে ছেলেমেয়ের মধ্যে পোশাক নিয়ে ভেদাভেদ মুছে যাবে? প্রশ্ন অনেক, উত্তর এখনও অজানা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ঝড়, তুললেন দিবসে দুনিয়ায়, নারী নেট পড়ে? বিনোদন শাড়ি সাহা স্যান্ডি স্যান্ডি সাহা
    Related Posts
    web-series we

    সাহসী প্রেমের গল্পে ভরপুর ওয়েব সিরিজ, একা দেখার মত!

    November 7, 2025
    ওয়েব সিরিজ

    রোমান্স ও ক্রাইম থ্রিলারে ভরপুর এই ওয়েব সিরিজ, একা দেখার মত

    November 7, 2025
    অনুনয় সুদের রহস্যময় মৃত্যু

    ভ্রমণ নেটপ্রভাবী অনুনয় সুদের রহস্যময় মৃত্যুতে শোকছায়া

    November 6, 2025
    সর্বশেষ খবর
    web-series we

    সাহসী প্রেমের গল্পে ভরপুর ওয়েব সিরিজ, একা দেখার মত!

    ওয়েব সিরিজ

    রোমান্স ও ক্রাইম থ্রিলারে ভরপুর এই ওয়েব সিরিজ, একা দেখার মত

    অনুনয় সুদের রহস্যময় মৃত্যু

    ভ্রমণ নেটপ্রভাবী অনুনয় সুদের রহস্যময় মৃত্যুতে শোকছায়া

    Web Series

    রহস্য ও রোমাঞ্চে ভরপুর সেরা ওয়েব সিরিজ, একা দেখার জন্য সেরা!

    Pori

    প্রশ্ন করবেন না, সব বলে দেব : পরীমণি

    তারকারা

    উদ্দাম রোমান্সের সময় হাতেনাতে ধরা পড়েন এই তারকারা

    Rikshawala Web Series

    রিলিজ হল ঘাম ঝরানোর নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

    টিকটকার সামিয়া হিজাব

    তুমুল সমালোচনার মুখে পাকিস্তান ছেড়েছেন টিকটকার সামিয়া হিজাব

    ওয়েব সিরিজ

    সম্পর্ক, কামনা আর রহস্যে মোড়ানো গল্প নিয়ে সেরা ওয়েব সিরিজ, একা দেখাই ভালো!

    ওয়েব সিরিজ

    ছোট পর্দার রহস্যে বড় গল্প নিয়ে সেরা ওয়েব সিরিজ, একা দেখার মত!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.