এবার স্কটল্যান্ডে পাড়ি দেবে অক্ষয় ও টাইগার

অক্ষয় ও টাইগার

বিনোদন ডেস্ক : ঘোষণার পর থেকে আলোচনায় রয়েছে বলিউডের দুই প্রজন্মের দুই অ্যাকশন তারকা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে নিয়ে নির্মিতব্য সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। আলী আব্বাস জাফর পরিচালিত এ সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন। এরই মধ্যে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারণ শেষ করেছেন নির্মাতারা।

অক্ষয় ও টাইগার

ঘোড়ায় চড়ে একসঙ্গে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সিনেমাটির প্রথম শিডিউলের দৃশ্যধারণ শেষ হওয়ার খবর জানিয়েছেন এর পরিচালক আলী আব্বাস জাফর নিজেই। তবে প্রকাশিত ছবিতে এই দুই তারকার চেহারা দেখা যাচ্ছে না। এরই মধ্যে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

‘সুলতান’-এর নির্মাতা আলী আব্বাস জাফর তার টুইটে আরও জানিয়েছেন, প্রথম শিডিউলে ভারতে সিনেমাটির দৃশ্যধারণ করেছেন তিনি। ভারতের পর অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের গন্তব্য এবার স্কটল্যান্ড। ছবিটি প্রকাশ করে তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভারতে বিএমসিএম-এর প্রথম বড় শিডিউলের কাজ শেষ হলো। এবার সবাই স্কটল্যান্ডের জন্য প্রস্তুতি নিই।‘ পোস্টে তিনি অক্ষয় কুমার, টাইগার শ্রফ, পৃথ্বীরাজ সুকুমারনসহ সিনেমাটির প্রযোজকদের ট্যাগও করেন। তবে স্কটল্যান্ড শিডিউলের বিস্তারিত এখনও জানা যায়নি।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত টানা চলবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। এদিকে আলী আব্বাস জাফরের পরিচালনায় দুর্দান্ত একটি অ্যাকশন সিনেমা আসছে বলে মন্তব্য করছেন অনেকে।

‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দ্যা হ্যায়’ সিনেমার মাধ্যমে অ্যাকশন নির্মাতা হিসেবে নিজের গ্রহণযোগ্যতা এরই মধ্যে প্রমাণ করেছেন আলী আব্বাস জাফর। তার পরিচালিত সবশেষ সিনেমা সালমান খান অভিনীত ‘ভারত’। এ ছাড়া রণবীর সিং এবং অর্জুন কাপুরকে নিয়ে ‘গুন্ডে’ সিনেমাটিও পরিচালনা করেছেন তিনি। অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারন ছাড়াও সিনেমাটিতে মানুষি চিল্লার এবং সোনাক্ষী সিনহার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেছেন নির্মাতারা।

অন্যের রান্নাঘরে উদ্দাম রোমান্স, চমকে দিলেন ঋতাভরী

পূজা এন্টারটেইনমেন্টের উপস্থাপনায় ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটিতে সহযোগিতায় রয়েছে এএজেড ফিল্মস। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য রচনা করেছেন আলি আব্বাস জাফর। আর সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশান মেহরা এবং আলী আব্বাস জাফর। এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি আগামী ক্রিসমাসে মুক্তি পেতে যাচ্ছে। একই সময়ে শাহরুখ খান এবং রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমাটিও মুক্তির কথা রয়েছে। পরিবর্তন না হলে, আগামী ডিসেম্বরে বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন অক্ষয় কুমার ও শাহরুখ খান।