ফের শীতের আভাস, যা জানাল আবহাওয়া অফিস

শীতের আভাস

জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকায় শীত প্রায় চলেই গিয়েছিল। দেশের অন্যান্য অঞ্চলেও কমেছিল শীতের তীব্রতা। তবে এর মধ্যে আবারও কিছুটা শীতের প্রকোপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শীতের আভাস

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। এতে সারা দেশে আবারও শীতের অনুভূতি কিছুটা বাড়বে।

পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। ফলে শীতের অনুভূতি আবারও কিছুটা তীব্রতর হতে পারে।

অন্যদিকে, আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

‘পাঠান’ এর সাফল্যের পরও কেন কেঁদে ভাসালেন শাহরুখ-পত্নী গৌরী

শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।