জুমবাংলা ডেস্ক : মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান তিনি।
বিশ্ব পর্যটনের পাশাপাশি, দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি থাকলেও নেই বাংলাদেশের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা।
ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও এই সুযোগ নেই ঢাকার। তবে এবার দ্রুতই মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার।
প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি পণ্য কম দামে বিক্রি তাই চ্যালেঞ্জের। বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ চালু হলে দু’দেশের ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন একইভাবে বাংলাদেশের অর্থনীতিও প্রসারিত হবে বলে মত অনেকের।
পর্যটনের এই দেশটিতে নিত্যপ্রয়োজনীয় সকল কিছুই বাইরের দেশ থেকে আমদানি করা হয়। আর সমুদ্রপথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রফতানি বাড়বে বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চালু হলে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
তিনি বলেন, ‘আমাদের দু’দেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক সেটি কিন্তু খুবই কম। উভয় দেশই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। এরইমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি যে, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিগগিরই সরাসরি জাহাজ চলাচল শুরু হবে।’
দু’দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে বলে মত বিশ্লেষকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।