বিনোদন ডেস্ক : কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। ভারতীয় বাংলা ছবির গণ্ডি পেরিয়ে তাকে অভিনয় করতে দেখা গেছে বলিউডের হিন্দি ছবিতেও। তবে এবার তাকে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী ছবিতে।
টালিউডের বাতাসে শোনা যাচ্ছে, দক্ষিণী ব্লকবাস্টার মুভি ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়েলে অভিনয় করতে দেখা যেতে পারে টালিউড তারকা যিশু সেনগুপ্তকে।
গুঞ্জন উঠেছে, এই ছবির সিক্যুয়েলে ভিলেন হিসেবে দেখা যাবে তাকে। তবে প্রথমেই নাকি যিশুর এই ছবিতে অভিনয় করার কথা ছিল না। এই ছবিতে অভিনয় করার কথা ছিল দাক্ষিণাত্যের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির।
বিজয় সে প্রস্তাব ফিরিয়ে দিলেই এ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করার অফার যিশুর কাছে আসে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিল, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় ফাওয়াদ ফাসিল অভিনীত পুলিশের চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রথমে তাকে অফার করেছিলেন পরিচালক সুকুমার।
কিন্তু সেই সময় করোনা প্রকোপ প্রচণ্ড বেড়ে গিয়েছিল। তাই সুকুমারের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পরে আবার পরিচালক যিশুকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অন্য কাজ থাকায় তাকে সময় দিতে পারেননি বাংলার এই তারকা।
তবে এবার ‘পুষ্পা’ছবির সিক্যুয়েলে তার দেখা মিলবে। এই ছবির নাম ‘পুষ্পা: দ্য রুল’। ছবির এ সিক্যুয়েলের কাহিনি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে পরিচালক সুকুমার এবং অভিনয়শিল্পী যিশুর পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।
https://inews.zoombangla.com/student-ar-shate-a-chorom/
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওয়াদ ফাসিল অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে এ ছবিটি ঝড় তুলে মুহূর্তের মধ্যেই। এখনও দর্শকদের মুখে মুখে ফেরে ছবির গান ও সংলাপ। তাই এমন এক ছবির সিক্যুয়েলে টালি অভিনেতা যিশুর অভিনয় করতে পারাটা তার জীবন মুকুটের এক উজ্জ্বল পালক বলা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।