সূর্য অভিযানে যাচ্ছে ভারতীয় মহাকাশযান আদিত্য

আদিত্য

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চাঁদে ইতিহাস সৃষ্টির পর এবার সূর্য অভিযানে যাচ্ছে ভারত। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল ওয়ান।

আদিত্য

অন্ধ্র প্রদেশের সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টার থেকে পিএসএলভি-সি ফাইভ সেভেন নামের একটি রকেট আদিত্য-এল ওয়ানকে বহন করে মহাকাশে নিয়ে যাবে।

উৎক্ষেপণের পর গন্তব্যে পৌছাতে মহাকাশযানটির সময় লাগবে ১২৫ দিন।
ইসরো জানায়, সুনির্দিষ্ট দূরত্ব থেকে সূর্যকে পর্যবেক্ষণের পাশাপাশি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে বিস্তারিত গবেষণা করবে মহাকাশযানটি। এছাড়াও সৌরঝড় ও সূর্যের রহস্যময় করোনা স্তরের পর্যবেক্ষণ করবে আদিত্য-এল ওয়ান।

৫ বছরেরও বেশি সময় ধরে এটি গবেষণা চালাতে পারবে।

এই অভিযান থেকে পাওয়া তথ্য পৃথিবীর জলবায়ুর উপর সূর্যের প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

ফাঁকা ঘরে উদ্দাম রোমান্সে মাতলেন পবন সিং ও মনি

এর আগে গত ২৩ আগস্ট বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-থ্রি চাঁদের বুকে অবতরণ করে। এই ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করে। আর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে তারাই হল প্রথম দেশ।