বড় চমক নিয়ে যশের বিপরীতে আসছেন পূজা

যশ ও পূজা

বিনোদন ডেস্ক : সাম্প্রতিককালে বেশ ব্যস্ততম সময় পার করছেন বলি তারকা পূজা হেগড়ে। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে একের পর এক মুভি সাইন করে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবার কেজিএফ স্টার ইয়াশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পূজা–এমন খবরে শিরোনামে থাকছেন রাধে শ্যাম অভিনেত্রী।

যশ ও পূজা

এদিকে, কেজিএফ চ্যাপ্টার ২-এর মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত ভিত গড়েছেন ইয়াশ। বক্স অফিসেই শুধু নয়, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বদর্শকের হৃদয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কন্নড় ভাষার পরিচালক নর্থান ‘ইয়াশ ১৯’ শিরোনামে সিনেমা নির্মাণ করতে চলেছেন। যদিও সিনেমার নামটি এখনই চূড়ান্ত নয়। এ সিনেমায় নায়ক চরিত্রে থাকবেন ইয়াশ। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য পূজার সঙ্গে কথা বলেছেন নির্মাতা। প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন পূজা।

এর আগে, নির্মাতা নর্থান ২০১৭ সালে কন্নড় নাটক ‘মুফতি’ পরিচালনার জন্য বেশ প্রশংসিত হন। সবকিছু ঠিকঠাক থাকলে, পূজা হেগড়ে ও ইয়াশ প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন নর্থানের পরিচালনায়।

পিংকভিলা জানায়, এখন শুধু আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা। আচার্য অভিনেত্রী পূজা, রকি ভাইয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী হলেও কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন তারা, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

পুরি জগন্নাথ পরিচালিত ‘জন গন মন’ সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করেছেন পূজা। তা ছাড়া হিন্দি ভাষার ‘সার্কাস’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে হাজির হবেন তিনি। সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায়ও দেখা যাবে তাকে।

হঠাৎ কুকুর তাড়া করলে যা করবেন

চলতি বছর মুক্তি পাওয়া পূজা অভিনীত ছবি ‘রাধে শ্যাম’, ‘বিস্ট’, ‘আচার্য’ সব কটিতেই দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। কিন্তু এর একটিও বক্স অফিসে তেমন সাফল্য দেখাতে পারেনি। তবে, ইয়াশের সঙ্গে তার জুটি দর্শকের মন কতটা জয় করতে পারবে–সেটাই দেখার বিষয়।