বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সঙ্গে নাম জড়িয়েছিল প্রেমিকা রিয়া চক্রবর্তীর। তিন বছর আগের সেই মামলা থেকে শুরু করে আজও আদালতের ঝামেলা থেকে ছাড় পাননি অভিনেত্রী।
২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সংবাদ হঠাৎ ছড়িয়ে পড়ে মিডিয়ায়। এরপরই সুশান্তের মৃত্যুর জন্য দায়ী প্রেমিকা রিয়াকে এ মৃত্যুর জন্য দায়ী করা হয়। দুই মাস কারাবাসও করেন অভিনেত্রী।
সুশান্ত মৃত্যুতে রিয়ার কোনো সম্পর্ক খুঁজে না পাওয়ায় কারাবাস থেকে মুক্তি পেলেও আদালতের নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলেনি রিয়ার। এখনও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে তার। সেই নিষেধাজ্ঞা ওঠাতেই সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছেন রিয়া।
কাজের প্রয়োজনে বিদেশে যেতে চান, এমন আর্জি জানিয়ে রিয়ার আইনজীবী অভিনব চন্দ্রচূড় বিচারপতি এ এস গড়কড়ির নেতৃত্বের ডিভিশন বেঞ্চে আবেদন জানান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রিয়ার আইনজীবী অভিনব চন্দ্রচূড় বলেন, মাদক মামলায় জামিন পাওয়ার পর বিশেষ এনডিপিএস আদালত থেকে বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছিলেন রিয়া।
চন্দ্রচূড় আরও বলেন, এরপরই সিবিআইয়ের তরফে এফআইআর দায়ের করা হলে রিয়ার দেশ ছাড়ায় বাঁধা আসে। অথচ এ মামলার কোনো অগ্রগতি নেই, রিয়ার নামে কোনো সমনও জারি নেই। তাই আদালতে ‘লুকআউট নোটিশ’ থেকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে।
শুক্রবার ( ১৫ ডিসেম্বর) এ আবেদনের উত্তরে আগামী ২০ ডিসেম্বর শুনানির তারিখ ধার্য করেছে মুম্বাই আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।