ফের এক সিনেমায় ‘প্রিয়তমা’র জুটি শাকিব-ইধিকা

Sakib

বিনোদন ডেস্ক : গত বছরের কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ দিয়ে ঝড় তুলেছিলেন শাকিব খান। বিপরীতে ছিলেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। তার অভিষেক সিনেমা ছিল ‘প্রিয়তমা’। বাংলাদেশি সুপারস্টার শাকিবের বিপরীতেও প্রথমবার অভিনয় করেন তিনি।

Sakib

শাকিব-ঈধিকা জুটি এতটাই হিট করেছিল যে, তাদের আবারও একসঙ্গে পর্দায় দেখতে উদগ্রীব ভক্তরা। পরবর্তীতে ‘কবি’-তে তাদের একসঙ্গে কাজ করার কথা থাকলেও শেষমেশ সিনেমাটি ছেড়ে দেন শাকিব খান। সেখানে পরে ইধিকার বিপরীতে নেওয়া হয়েছে শরীফুল রাজকে।

তবে অপেক্ষার পালা এবার শেষ হতে চলেছে। গুঞ্জন তেমনটাই। শোনা যাচ্ছে, নাম প্রকাশ না হওয়া একটি সিনেমায় ফের জুটি হয়ে আসছেন শাকিব খান ও ইধিকা পাল। যেটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়। যিনি এর আগে অসংখ্য নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন।

মেহেদী হাসান হৃদয়ের সেই পাকা হাতেই এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমা। এরই মধ্যে নাকি প্রস্তুতি নেওয়া শেষ। হয়েছে চুক্তিও। জানা গেছে, আগামী মাসের শুরুতে ভারতের রামুজিতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। একটানা শুটিং শেষ হবে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।

রাতের ঘুম কাড়তে এলো রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

তবে সিনেমাটির নাম এবং শাকিব-ইধিকা ছাড়াও সেখানে আরও কে কে অভিনয় করবেন- এ নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না নির্মাতা কর্তৃপক্ষ। তাই পাওয়া যায়নি কোনো মন্তব্য। জানা গেছে, এ বছরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করে রেখেছেন পরিচালক।