আবারও একসঙ্গে শাহরুখ ও ফারহা

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের দীর্ঘ ক্যারিয়ারে যে কয়জন বিশ্বস্ত বন্ধুর সাক্ষাৎ পেয়েছেন শাহরুখ খান, তাদের মধ্যে অন্যতম ফারহা খান। শাহরুখ-ফারহার বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন দুজন। ফারহার পরিচালনায় ৩টি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন শাহরুখ খান।

শাহরুখ-ফারহা

এবার নতুন করে গুঞ্জন উঠেছে, দীর্ঘদিন পর পুরনো বন্ধুর সঙ্গে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন শাহরুখ খান। ‘মিড ডে’-এর প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েক বছর পর অবশেষে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন শাহরুখ খান ও ফারাহ খান। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, আসন্ন এই প্রকল্পটি এখনও আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু এখানে একটি টুইস্ট রয়েছে! এবার তারা একসঙ্গে প্রযোজক ও পরিচালক হিসেবে আসছেন।

ফারাহ একটি বিনোদনমুলক চলচ্চিত্র পরিচালনা করতে চলেছেন এবং শাহরুখ সম্ভবত সেটি প্রযোজনা করতে যাচ্ছেন। একটি ঘনিষ্ঠ সূত্র মিড ডে’কে জানিয়েছে যে, একটি স্টুডিও এটিকে প্রযোজনা করতে যাচ্ছিল এবং পরবর্তীতে শাহরুখ খানের নাম আসে। কিন্তু এখন গল্পের কিছু পরিবর্তন হয়েছে যার জন্য সিনেমাটি করার জন্য ভিন্ন পরিসরের অভিনেতা প্রয়োজন। আসন্ন এই প্রকল্পটি সম্পর্কে আর বেশি কিছু জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, শাহরুখ তার দীর্ঘদিনের বন্ধু ফারহা খানকে নিজের প্রযোজনা সংস্থা থেকে সমর্থন করতে যাচ্ছেন। ২০০৪ সালে ফারহা খানের পরিচালনায় ‘ম্যায় হু না’তে অভিনয় করেন শাহরুখ যা তার ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল একটি চলচ্চিত্র।

এরপর ২০০৭ সালে ফারহার পরিচালনায় ‘ওম শান্তি ওম’-এ অভিনয় করেন শাহরুখ। সিনেমাটি সেই বছরের সর্বাধিক আয় করা চলচ্চিত্র হয়ে উঠে। এরপর ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’-এ ফারহার পরিচালনায় ফের পর্দায় আসেন শাহরুখ।

ঐশ্বর্য রাইয়ের জীবনে যত বিতর্ক

সিনেমাটি সমালোচকদের কাছে নেগেটিভ পর্যালোচনা পেলেও বক্স অফিসে বাজিমাত করেছিল। এছাড়াও জোশ, মোহাব্বাতে, কাভি খুশি কাভি গাম এবং অশোকার মতো চলচ্চিত্রে শাহরুখের জন্য কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন ফারহা খান।