প্রকৃতিতে এখন শরৎকাল। শরতের নীল আকাশে দিনভর ভেসে বেড়ায় মেঘের ভেলা। ক্ষণে ক্ষণে রূপ বদলায়। তবে এবারের বদলাট যেন একটু অন্যরকম। ভাদ্র মাসে দু-এক পশলা বৃষ্টি হওয়ার কথা থাকলেও এবার হচ্ছে টানা বৃষ্টি। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৫ দিন ঝরতে পারে ভারী বৃষ্টি।
রবিবার (২৪ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, বলা হয়েছে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।
সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামী ২৭ আগস্ট বুধবার চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায়, ময়মনসিংহ, ঢাকা ও বরিশালের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২৮ আগস্ট রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।
Infinix HOT 60i 5G : লঞ্চ হল দুর্দান্ত ফিচার নিয়ে সেরা স্মার্টফোন
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হাতিয়ায় ১৩০ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।