আবারও বাবা হলেন অভিনেতা জিৎ, সন্তান ছেলে না মেয়ে

জিৎ

বিনোদন ডেস্ক : পুত্র সন্তানের বাবা হলেন পশ্চিমবঙ্গের সুপারস্টার অভিনেতা জিৎ। নিজের দ্বিতীয় সন্তান জন্মের খবর সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেতা।

জিৎ

সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জিৎ লিখেন, ‘হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের প্রার্থনায় রাখবেন আমাদের।’

২০১১ সালে লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন জিৎ। তাদের মেয়ের নাম নবন্যা। এবার এল জিৎ-মোহনার কোলে এল রাজপুত্র।

স্টাইলিশ লুকে বাজার কাঁপাতে আসছে বাজাজের নতুন বাইক

সুখবর শেয়ার করতেই লেগে গেল শুভেচ্ছার ধুম। জুনিয়র জিতের পৃথিবীতে আসার খবরে শুভেচ্ছার বন্যা বইছে পশ্চিমবঙ্গের তারকাদের।