বিনোদন ডেস্ক : অনুরাগীদের মুখে চওড়া হাসি। ‘মিঠাই’ ফের শীর্ষে। নায়িকার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাই কি মোড় ফেরাল ধারাবাহিকের?
২৮ অগস্ট নাকি শেষ হয়ে যাচ্ছে ‘মিঠাই’! ভুয়ো খবর নস্যাৎ করে পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের দাবি ছিল, প্রবল ভাবে ফিরছে ধারাবাহিক। তাঁর কথা অক্ষরে অক্ষরে মিলেছে। মিঠাই গুলিবিদ্ধ এবং ধারাবাহিক শেষ— দুই মোচড়েই ফের বাংলা সেরা-র তকমা ধারাবাহিকের ঝুলিতে। ৮.৫ পেয়ে চার্টে পয়লা নম্বরে ‘মিঠাই’।
৮.০ পেয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ‘লক্ষ্মী কাকিমা’। বনি-কুণালের বিয়ে কি দর্শকদের মনে ধরেনি? সম্ভবত তাই। সেই জন্যই ৭.৯ পেয়ে ‘গৌরী এল’-র সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় ‘গাঁটছড়া’। পাশাপাশি, নম্বর কমেছে ‘আলতা ফড়িং’, ‘ধুলোকণা’রও। যথাক্রমে, ৭.৭ এবং ৭.৫ পেয়ে দুই ধারাবাহিক চতুর্থ এবং পঞ্চম স্থানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।