ফের বিরাটের প্রেমে তামান্না

অভিনেত্রী তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক : একসময় বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। দুজনের প্রেম এতটাই গভীর হয়েছিল যে প্রায় বিয়ে ঠিক হয় আর কি! তবে হঠাৎ করেই অজানা কারণে বিরাট-তামান্নার সম্পর্কে চিড় ধরে। তারপর আনুশকার সঙ্গে বিরাটের বিয়ে। অন্যদিকে তামান্না মন দেন ক্যারিয়ারে।

অভিনেত্রী তামান্না ভাটিয়া

তবে সম্প্রতি অভিনেতা বিজয় ভার্মার প্রেমে পড়ে তামান্না ফের যেন প্রেমকে নতুন করে অনুভব করতে শুরু করেন। আর ঠিক সে সময়ই তামান্নার মনে উজ্জ্বল হয়ে ওঠে বিরাটের নাম!
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাটকে নিয়ে প্রশ্ন করাতে তামান্না স্পষ্ট বলেন, ‘বিজ্ঞাপনের শুট থেকেই দুজনের আলাপ। শুটের সময় অল্পস্বল্প কথা হয়েছিল। কিন্তু তারই মাঝে আমাদের নিয়ে নানা গুঞ্জন রটে যায়।

তবে হ্যাঁ, এটা বলতে পারি অনেক অভিনেতাদের চেয়ে বিরাট সব দিক দিয়েই ভালো।’

কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন ছিল অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে নাকি গোপনে গোপনে প্রেম করছেন তামান্না। এমনকি দুজনকে পাপারাৎসিরা হাতেনাতেও ধরেছেন। তবু এত দিন মুখ ফুটে কিছুই বলছিলেন না তামান্না ও বিজয়।

তবে এবার সব গুঞ্জনে ইতি টানতে প্রেম নিয়ে মুখ খুললেন তামান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানালেন, ‘সহকর্মীর সঙ্গে সময় কাটালে অনেকেই মনে করেন তারা প্রেম করছেন। আসলে একটা বন্ধুত্ব তৈরি হয়। তবে বিজয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। যা কিনা অনেকটাই বন্ধুত্বে ভরা।

সংকট বাড়ছে জাহ্নবির

কয়েক দিন আগেই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে। শুধু তা-ই নয়, বছরের শুরুতেই গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। এত দিন পুরো বিষয়টা গোপন রাখার পর অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন তামান্না। তবে বিজয় কিন্তু এসব ব্যাপার নিয়ে একেবারে চুপ।