বিনোদন ডেস্ক : লাল টুকটুকে বেনারসি, কপালে চন্দন, মাথায় মুকুট, গা ভর্তি গয়না—মধুমিতা সরকার যেন নববধূ। চেনা ছকের বাইরে গিয়ে তাক লাগালেন অভিনেত্রী।
কখনও তিনি আয়নার সামনে। সেজে উঠছেন মনের মতো করে। কখনও আবার অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছেন আকাশে। লেন্সবন্দি হলো মধুমিতার আনমনা মুহূর্তরা। সেই ভিডিওই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। বিবরণীতে লিখলেন, বাঙালি বধূরা যা করে থাকে।
নববধূর সাজে মধুমিতাকে দেখে আপ্লুত তার অনুরাগীরা। পোস্টের কমেন্ট বক্সে প্রশংসার বন্যা। মাত্র এক ঘণ্টায় ১৩ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন রিলটি।
ব্যস্ত রুটিন ফাঁকি দিয়ে দিন কয়েকের জন্য শহর ছেড়েছিলেন মধুমিতা। একা একাই ঘুরে বেড়ালেন মুসৌরিতে। শহরে ফিরেই নববধূর সাজে চমক। তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী? শুরু করতে চলেছেন নতুন অধ্যায়?
এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীমহলে। মধুমিতা যদিও কোনও প্রশ্নেরই উত্তর দেননি। তবে মনে করা হচ্ছে, ভক্তদের চমকে দিতেই তার এই সাজ।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.