আবারও বিএমডব্লিউ কিনলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, দাম জানলে অবাক হয়ে যাবেন

অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক : বছর দেড়েক আগেই বিএমডব্লিউ গাড়ি কিনেছিলেন টলিউড নায়ক অঙ্কুশ হাজরা। সে সময় হেয়ালি করা একটি পোস্টও করেছিলেন সামাজিক মাধ্যমে। লিখেছিলেন, ‘অনেক অপেক্ষার পর ও আমাদের পরিবারের অংশ হতে চলেছে!’

অঙ্কুশ-ঐন্দ্রিলা

ব্যস অনেকেই ভেবে নেন, বিয়ে করছেন তিনি এবং বহু বছরের প্রেমিকা ঐন্দ্রিলা। কিন্তু পরে দেখা যায় বান্ধবীর হাত ধরে তিনি আসলে পৌঁছে গেছেন বিএমডব্লিউর গ্যারাজে। বি এম ডব্লু গ্রেড ৪ কিনেছিলেন সে সময়। গ্লেশিয়ার সিলভার রঙা সেই গাড়ির বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি টাকার বেশি।

ফের আরেকটা বিএমডব্লিউ কিনে এবার নেটপাড়াকে বেশ চমকেই দিলেন এই প্রেমিক জুটি । এবার বিএমডব্লিউ ৩ সিরিজের (BMW 3 Series) গাড়ি কিনেছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। এই গাড়িটির বাজারমূল্যও কিন্তু আকাশছোঁয়া। অনরোড প্রাইজ ৬০ থেকে ৭০ লাখ রুপি মতো। সিলভার রঙের নতুন গাড়িটির সঙ্গে ছবি শেয়ার করে দুজনেই।

পরপর দুটি বিএমডব্লিউ দেখে নেটপাড়ার চোখও ছানাবড়া। একজন কমেন্টে লিখলেন, ‘তুমি কি বিএমডব্লিউ ছাড়া কিছুই কেন না দাদা?’ আরেকজন লিখলেন, ‘এমন কী কাজ করো তোমরা দুজন যে এভাবে বছরের পর বছর নতুন নতুন বিএমডব্লিউ কেনা যায়?’

বাড়ি পরিষ্কার করতে গিয়ে মিলল বস্তা ভর্তি মুদ্রা

তৃতীয়জনের মন্তব্য, ‘এবার কিন্তু ইডি আসবে… তুমিও কুণাল-টুনালদের থেকে টাকা নিয়েছ নাকি?’ যদিও অঙ্কুশ-ঐন্দ্রিলার অনুরাগীরা এসব কটাক্ষের ধার ধারেন না। তারা মন খুলে শুভেচ্ছা জানালেন তারকাযুগলকে। একজন তো ‘মিষ্টি খাওয়ার আবদার’ও করে বসলেন।