বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। এক সময়ে টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।
টেলিভিশন থেকে প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে দূরে থাকা শ্রাবন্তীকে সবশেষ ২০১০ সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘ডালিম কুমার’ নাটকে দেখা গিয়েছে।
এবার শ্রাবন্তী ভক্তদের জন্য সুখবর। আবারও ছোট পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। বেসরকারি এক টিভি চ্যানেলের ঈদ বিশেষ সাক্ষাতকারে দেখা যাবে শ্রাবন্তীকে । জানা গেছে, এ বিশেষ আয়োজনেই এসেই শ্রাবন্তী জানাবেন তিনি অভিনয় থেকে এক যুগের বেশি সময় ধরে কেন দূরে আছেন।
টেলিভিশন ছাড়াও বড় পর্দায়ও দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। ‘রং নাম্বার’ চলচ্চিত্রে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে বড় পর্দায় দেখা গেছে তাকে।
এছাড়া এক সময় ৫১বর্তী, সাত চার দুই, নুরুল হুদা একদা ভালোবেসেছিল, সিক্সটি নাইন, জোছনার ফুল সহ অসংখ্য জনপ্রিয় নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।