জুমবাংলা ডেস্ক : বিশ্বখ্যাত পাকিস্তানি গায়ক আতিফ আসলাম দীর্ঘ দিন পর নতুন সুপারহিট গান দিয়ে ভারতীয় সঙ্গীত ইন্ডাস্ট্রিতে ফিরেছেন। রবিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং এক প্রতিবেদনে জানায়, আতিফ আসলামের নতুন এই গানের নাম ‘রংরেজা’।
পাকিস্তান-ভারত উত্তেজনার কারণে ভারত সরকার পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তবে এখানো আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খানসহ পাকিস্তানি গায়ক ও অভিনেতাদের ব্যাপক চর্চা হয় ভারতে এবং দেশটিতে তাদের ফ্যান-ফলোয়ারও কম নয়।
সম্প্রতি আতিফ আসলাম ভারতের পাঞ্জাবের একটি সিনেমার জন্য গান রেকর্ড করেন। ‘রংরেজা’ শিরোনামের এই গানটি পাঞ্জাবি ভাষার।
শুক্রবার গানটি প্রকাশের পর ভারতে আতিফ আসলামের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। কারণ, ভারত সরকারের নিষেধাজ্ঞার পর থেকেই আতিফের ভক্তরা হতাশ ছিলেন।
‘রংরেজা’ গানটি প্রকাশের সাথে সাথেই টুইটারে ‘আতিফ আসলাম’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং শুরু হয়ে যায় এবং এখনো টুইটারে ‘রংরেজা বাই আতিফ আসলাম’ (RangReza By Atif Aslam) হ্যাশট্যাগ ট্রেন্ড চালু রয়েছে।
সূত্র : ডেইলি জং
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।