আবারও এলপিএলে মাঠে সাপ, দেখে ভয় পেলেন ক্রিকেটার

এলপিএলে মাঠে সাপ

বিনোদন ডেস্ক : লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা চলাকালীন স্টেডিয়ামে সাপ ঢোকা যেন নিয়মিত হয়ে পড়ছে। গত ৩১ জুলাই সাকিব আল হাসানের দল গল টাইটান্স ও ডাম্বুলা অরার খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়েছিল সাপ। গতকাল শনিবার জাফনা কিংস ও বি-লাভ ক্যান্ডির ম্যাচ চলাকালে আবারও মাঠে ঢুকে পড়ে সাপ।

এলপিএলে মাঠে সাপ

ঘটনাটি ঘটে যখন ক্যান্ডির দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে জাফনা যখন ব্যাট করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাপটি ধীরে ধীরে মাঠের ভেতরে প্রবেশ করছে। তখন ফিল্ডিং করছিলেন ক্যান্ডির ইসুরু উদানা। তার পাশ দিয়ে যখন সাপটি যাচ্ছিল, আচমকা সেটি দেখে ভয় পেয়ে যান এই পেসার। সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে পড়েন উদানা এবং পরে ম্যাচে মনোযোগ দেন।

এর আগে, সাকিবদের ম্যাচের সময় যখন সাপ ঢুকে তখন বল করছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্রিজে তখন ব্যাট করছিলেন ডাম্বুলার ধনঞ্জয়া ডি সিলভা এবং কুশল পেরেরা। সাপ ঢোকার কারণে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা।

এক রাতের জন্য কত টাকা নেন স্বস্তিকা

পরে সাপটি এমনিতেই মাঠের বাইরে চলে যায়। এরপর আবার খেলা শুরু হয়। মাঠে সাপ ঢোকার সেই ভিডিওটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে শ্রীলংকার ক্রিকেট বোর্ড।