আবারও জাহাজ এলো পাকিস্তান থেকে, এবার রয়েছে যেসব পণ্য

Jahaj

জুমবাংলা ডেস্ক : এবার পাকিস্তান থেকে আগের চাইতে দ্বিগুণের বেশি পণ্য নিয়ে বাংলাদেশে এলো ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের সেই জাহাজ। পাকিস্তানের করাচি ও জেবল বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসা এই জাহাজে রয়েছে ৮২৫ টিইইউএস কনটেইনার আলু, চিনি, খেজুরসহ গার্মেন্টস শিল্পের কাঁচামাল।

Jahaj

জাহাজটির অবস্থান এখন বন্দরের বহি:নোঙ্গরে। তবে রবিবার বিকেলে জাহাজটি আমদানি কনটেইনার খালাস ও রফতানি কনটেইনার লোড করার জন্য বন্দরের এনসিটি জেটিতে আসবে জানিয়েছে জাহাজটির স্থানীয় প্রতিনিধি রিজেনসি লাইনস লিমিটেড।

পানামার পতাকাবাহী ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজটি প্রথম ট্রিপের চেয়ে দ্বিগুণের বেশি কনটেইনার নিয়ে এসেছে এবার। ১১ নভেম্বর প্রথমবার জাহাজটি ৩৭০ টিইইউএস কনটেইনার পণ্য নিয়ে আসলেও এবার জাহাজটিতে আনা হয়েছে ৮২৫ টিইইউএস কনটেইনার পণ্য। অর্থাৎ এবার দ্বিগুণের চাইতেও বেশি পণ্য নিয়ে এলো জাহাজটি।

দুবাইভিত্তিক ফিডার লাইনস ডিএমসিসি জাহাজটি পরিচালনা করছে। রিজেনসি লাইনস লিমিটেড জাহাজটির লোকাল এজেন্ট।এর নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বাংলাভিশনকে জানান, প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কনটেইনারে পণ্য আনার হার দ্বিগুণের চাইতেও বেড়েছে।

এবার এই জাহাজে আনা হয়েছে আলু, চিনি, খেজুর, সোডা এ্যাশ, মার্বেল স্টোন, পারফিউম, লুব্রিকেন্ট অয়েল, ডেনিম ফেব্রিক্স, সুতোসহ গার্মেন্টস শিল্পের কাঁচামাল। কনটেইনারের সংখ্যা বাড়লে নতুন এই পথে জাহাজের সংখ্যা আরো বাড়ানোর কথা জানালেন তিনি।

উল্লুতে রিলিজ হলো সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, একা দেখুন

জাহাজটির কনটেইনার খালাসে ২ দিন সময় লাগবে। যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বন্দরের জন্য ৪০০ টিইইউস এবং মালয়েশিয়ার বন্দরের জন্য ৬০০ টিইইউস খালি কনটেইনার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।