আবার কি পুরনো প্রেমে ফিরছেন সুস্মিতা

সুস্মিতা

বিনোদন ডেস্ক : কিছু দিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল এইচটি ইন্ডিয়াস মোস্ট স্টাইলিশ ২০২৩ অনুষ্ঠান। আর সেখানেই একসঙ্গে দেখা গেল সুস্মিতা সেন, তার সাবেক রোহমান শল এবং মেয়ে আলিশা সেনকে। বৃহস্পতিবার রোহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সুস্মিতা

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গেল তারা যেন দুজন দুজনের চোখে ডুবে আছেন। কথা বলতে বলতেই যেন হারিয়ে গেছেন একে অন্যের চোখে।

সুস্মিতা এ ছবিটি তার ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করে লেখেন— ‘খুব সুন্দর ছবি রোহমান শল।’ সঙ্গে তিনি একটি চুমুর ইমোজি দিয়েছেন।

রোহমান আবার তাদের এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমার পাশেই আছি আমি সুস্মিতা।’

গামছার ইংরেজি কী জানেন? অনেকেই জানেন না

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে সুস্মিতা জানান তিনি এবং রোহমান তাদের তিন বছরের সম্পর্ক শেষ করে দিয়েছেন। তারা আলাদা হয়েছেন। ২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের আলাপ হয়। বিচ্ছেদের ঘোষণা করার সময় অভিনেত্রী তাদের দুজনের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমরা বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক শুরু করেছিলাম, আমরা বন্ধুই থাকব। এই সম্পর্ক শেষ হলো, কিন্তু ভালোবাসা ছিল, আছে এবং থাকবে।’ রোহমান সেই পোস্টে লিখেছিলেন, ‘সবসময়’।