আবারও মা হচ্ছে ঐশ্বর্য, বেবি বাম্প ঢাকতে এয়ারপোর্টে যা করলেন অভিনেত্রী

ঐশ্বর্য

বিনোদন ডেস্ক : ঐশ্বর্য রাই বচ্চন বলিউডের একজন এভারগ্রীন নায়িকা। নিজের স্টাইল দিয়ে তিনি বারবারই সবাইকে চমকে দেন। তাঁর ছবি বা ভিডিও সামনে এলেই তা দ্রুত গতিতে ভাইরাল হয়। বিশেষ করে এয়ারপোর্টে আসা যাওয়ার সময় তাঁর লুক নিয়ে সকলেই আলোচনা করেন। এইরকমই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ‘ভাইরাল ভায়ানি’ নামে একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর এই ভিডিওটি আপলোড করা হয়েছে। তিনি হায়দ্রাবাদ থেকে মুম্বাই ফিরছিলেন।

ঐশ্বর্য

ঐশ্বর্য রাই সম্প্রতি মনিরত্নমের সর্বভারতীয় সিনেমা ‘পনিয়িন সেলভান’-এর প্রি রিলিজ ইভেন্টে যোগ দেওয়ার জন্য হায়দ্রাবাদ গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়েই এই ভিডিওটি তোলা হয়। কালকি কৃষ্ণমূর্তির লেখা ঐতিহাসিক উপন্যাস নিয়ে তামিল, হিন্দি, তেলেগু এবং মালয়ালাম এবং কন্নড় ভাষায় এই ছবিটি তৈরী হচ্ছে। মনিরত্নমের এই সিনেমায় চিয়ান বিক্রম, কার্তি, জয়ম রভি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ এর মত তারকারা কাজ করছেন।

ভাইরাল হওয়া ভিডিও দেখলে বোঝা যায় ঐশ্বর্য এয়ারপোর্ট লুকের জন্য স্টাইল ও গ্ল্যামার-এর চেয়ে আরাম ও সুবিধাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁকে একটা ঢিলেঢালা কালো ওভারঅল এবং সাদা ওভারকোটের সঙ্গে আরামদায়ক জুতো পরতে দেখা যায়। তাঁর চুল খোলা ছিল এবং বারবার তাঁর মুখের ওপর এসে পড়ছিল। এই পোশাকেও ঐশ্বর্যকে খুবই সুন্দর দেখাচ্ছিল।

ঐশ্বর্যকে এই ঢিলেঢালা পোশাকে দেখে নেটিজেনরা কেউ কেউ বলছেন ঐশ্বর্য আবারও সুখবর দিতে যাচ্ছেন না তো? “গর্ভবতী দেখাচ্ছে”, “শীঘ্রই সুখবর আসছে” এই ধরনের কমেন্ট করতে দেখা গেছে অনেককে। কেউ কেউ তাঁকে এভারগ্রিন বা বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে বলে অভিহিত করেছেন।

সাহসীকতার সমস্ত সীমা অতিক্রম অতিক্রম করলো ‘শাহাদ পার্ট ২’, ভুলেও কারও সামনে দেখবেন না

প্রসঙ্গত, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যর এখন একটি কন্যা সন্তান রয়েছে। যার নাম আরাধ্য। তাঁরা তাঁদের জীবনে নতুন কোনো অতিথি আনবেন কিনা এই নিয়ে হামেশাই চর্চা চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে নেটিজেনরা আলোচনা করলেও অভিনেত্রী কোনরকম মুখ খোলেননি।