বিনোদন ডেস্ক : নীল ছবি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর গ্রেপ্তার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। জেলে ২ মাস থাকার পর জামিন পান তিনি। তারপর থেকে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একপ্রকার সরিয়েই নিয়েছিলেন। নিজেকে নির্দোষ দাবি করেছেন বরাবর। আরও একবার তাই করলেন।
জামিনে ছাড়া পাওয়ার পর যখনই রাজ কুন্দ্রা বাইরে গেছেন, মুখ ঢেকে রেখেছেন আজব আজব মাস্কে। তবে মঙ্গলবার একটা টুইট করেন রাজ, ঘোষণা করেন একটা আস্ক মি এনিথিং সেশন করবেন। সবাইকে প্রশ্নও ছুঁড়়তে বলেন তার উদ্দেশে। এর ভিত্তিতেই এক ইউজার রাজকে প্রশ্ন করেন, ‘কবে আপনি মুখের মাস্ক খুলবেন।’
প্রশ্নকর্তা রাজের উদ্দেশ্যে এও বলেন, ‘আমি ট্রোলার নই, আপনার অনুগামী বলতে পারেন।’ এর জবাবে রাজ লেখেন, ‘আমি মুখের মাস্ক বন্ধু বা ভক্তদের জন্য পরি না। এটা মিডিয়ার জন্য। আমি নির্দোষ, তা সত্ত্বেও আমার ওপরে মিডিয়া ট্রায়াল হয়েছে। তাই ওরা এবার আমার কাছ থেকে এটাই পাবে।’
বক্তব্য পরিষ্কার করে রাজ আরও লেখেন, ‘আমি কিন্তু মাস্ক জনগণের জন্য পরছি না। আমি চাই না মিডিয়া আমার মুখের কোনো ছবি তুলুক। ওরা আমার উপরে যে মিডিয়া ট্রায়াল চালিয়েছে, তাতে আমি আঘাত পেয়েছি। মিডিয়া কখনো আইনের উর্দ্ধে হতে পারে না।’
টুইটারে আরেকজন রাজকে প্রশ্ন করেন, ‘কীভাবে আপনার নাম জড়াল এই কাণ্ডে? কীভাবে ফেলল আপনাকে ফাদে? কেউ কি আপনার থেকে কোনো টাকা চেয়েছিল, নাকি শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে যেমন হয়েছে তেমনই আপনার সঙ্গেও হয়েছে?’
এই প্রশ্নের জবাবে শিল্পা শেঠির স্বামী লেখেন, ‘খুব শিগগির গোটা ব্যাপারটা সামনে আসবে। আমি নিজের শুভানুধ্যায়ীদের একটা কথাই বলতে পারি, আমি জীবনে প.র্নোগ্রাফি জাতীয় কিছুতে অংশ নেইনি বা এ জাতীয় কোনো কিছুর প্রযোজনাও করিনি। আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।