আবারও অন্তরঙ্গ অবস্থায় গেল ভূমিকে, নেট দুনিয়ায় তুমুল ভাইরাল

ভূমি পেডনেকড়

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকড়কে ক্যারিয়ারের শুরু থেকেই ব্যতিক্রমী চরিত্রেই অভিনয় করতে দেখা যায়। এবার সাহসী দৃশ্যে অভিনয়ের মাধ্যমে আবারও সেই প্রমাণই দিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ভূমি পেডনেকড় আসন্ন সিনেমা ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এর ট্রেইলার। আর ট্রেইলারেই পোশা ছাড়া অবস্থায় ভূমিকে দেখে চমকে গেল নেটদুনিয়া।

ভূমি পেডনেকড়

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব চ্যানেল বালাজি মোশন পিকচার-এ মুক্তি পাওয়া ২ মিনিট ৩৭ সেকেন্ডের ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার ট্রেইলারের কয়েকটি দৃশ্যে ভূমিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। এ ছাড়া একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন ছিলেন তিনি। সিনেমায় একজন ৩০ বছরের নারী কণিকা কাপুরের চরিত্রে অভিনয় করছেন ভূমি। গল্পের প্রয়োজনে এর আগে অনেকেই সাহসী দৃশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।

১৫ কেজি ওজন ঝরিয়ে স্লিম হয়ে গেলেন ভারতী সিং

এবার তাদের তালিকায় নাম লেখালেন ভূমি পেডনেকড়। এর জন্য নেটিজেনদের একটি অংশের কটাক্ষের শিকার হন অভিনেত্রী৷ আগামী ৬ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। হাস্যরসে নির্মিত এই সিনেমায় ভূমি পেডনেকড় ছাড়া আরো অভিনয় করেছেন শেহনাজ গিল, ডলি সিং, কুশা কাপিলা প্রমুখ। সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে।