জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’ এর ষষ্ঠ কিস্তির মুক্তির তারিখ আবারও পেছানো হয়েছে।নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস ও টেক-টু ইন্টারঅ্যাকটিভ জানিয়েছে, গ্র্যান্ড থেফট অটো-৬ এখন ১৯ নভেম্বর, ২০২৬-এ প্রকাশিত হবে। এর আগে একবার ২০২৫ সালে মুক্তি পিছিয়ে ২০২৬ সালের মে-তে ঠিক করা হয়েছিল।

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গেম হতে যাচ্ছে জিটিএ-৬। এতে ব্যয় হচ্ছে ২ বিলিয়ন ডলারের বেশি। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা নির্মাণের চেয়েও এই গেম তৈরিতে বেশি খরচ হয়েছে বলে জানিয়েচে নির্মাতা প্রতিষ্ঠান।
টেক-টু জানিয়েছে, অতিরিক্ত সময়ে তারা রকস্টার গেমটিকে আরও উন্নত করার সুযোগ পাবে। সিইও স্ট্রস জিলনিক জানিয়েছেন, ২০২৫ জুড়ে গেমের উন্নয়ন প্রক্রিয়া অগ্রসর হয়েছে এবং তিনি নতুন রিলিজ তারিখে আত্মবিশ্বাসী।
দেরির পরও জিটিএ অনলাইন-এর আপডেটগুলি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে বলে দাবি করেছে রকস্টার। এ ঘোষণায় গেমারদের প্রতিক্রিয়া মিশ্র—অনেকে ধৈর্য ধরে অপেক্ষা করতে রাজি, আবার অনেকে হতাশা প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



