আবারও পোশাক বিতর্কে মনামী ঘোষ

মনামী

বিনোদন ডেস্ক : ইদানীং নতুন নতুন অদ্ভুত পোশাক পরা অভ্যাসে পরিণত করেছেন কলকাতার টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। সম্প্রতি একটি পোশাক পরতে গিয়ে তো হাতই কেটে বসলেন অভিনেত্রী! ধূসর মেটালিক টপ, সঙ্গে কাচের মতো সিক্যুইন বসানো স্কার্ট। কলকাতার ফিল্মফেয়ার অনুষ্ঠানে এমনই পোশাকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। এবার আবারো নতুন করে পোশাক বিতর্কে পড়লেন এই অভিনেত্রী।

মনামী

মাথায় চুড়ো করে বাঁধা চুলের ঢেউ। সাদা আর পিচ রঙের পুঁতির ভারী নেকলেস ঢেকে রেখেছে বক্ষ বিভাজিকা। তারও কিছুটা নিচ থেকে শুরু হয়েছে মনামী ঘোষের পোশাক। পিচ রঙের গাউনের উপরিভাগে চামড়ার অন্তর্বাস। বাঁ দিকের স্তনের নিচে পিচ রঙের চামড়ার কিছুটা রেশ নিয়ে শুরু হয়েছে নিম্নাঙ্গের কোমর চাপা আবরণ। গোড়ালি ঢাকা সেই গাউনের নিচে বেজ রঙের হাই হিল।

সব মিলিয়ে পিচ সাজে মনামীর জৌলুস ছিল আলাদাই। হালকা রং, তাতেই আকর্ষণের কেন্দ্রে চলে এলেন টাপাটিনি গার্ল। সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন তার সাম্প্রতিক এক অনুষ্ঠানে পা রাখার ভিডিও, যা দেখে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘পিচ কুমারী’, আবার কেউ মন্তব্য করছেন, ‘যত বয়স বাড়ছে, জেল্লা যেন ফেটে পড়ছে!’

তবে কটাক্ষও পিছু ছাড়ল না। খোলামেলা পোশাকে মনামীকে দেখে মন্তব্য এল, ‘উরফির মতো সবাই এবার খুলে বেরোবে রাস্তায়। আর কটা দিন!’

৪০ ছুঁয়েও তন্বী যুবতির মতো ফিট মনামী। ইদানীং ছোটখাটো পোশাকে ছবি দিয়ে আরো উষ্ণতা বাড়াচ্ছেন। ঝড় তুলছেন অনুরাগী হৃদয়ে। তাই দেখে নিন্দুকদেরও চোখ জ্বলে। আগেও ধাতব পোশাকে মনামীর ছবি দেখে তার সঙ্গে উরফির তুলনায় ভরেছিল নেট জগৎ। এবার পিচ সাজে অভিনেত্রীকে দেখে মন্তব্য এলো, ‘কাজের বেলায় কিছু না, হাবেভাবে যেন দীপিকা পাড়ুকোন!’

রমজানে যা খাবেন, যা খাবেন না

মনামীর অবশ্য কটাক্ষের জবাব দেওয়ার সময় নেই। নানা কাজে ব্যস্ত তিনি। এক মাস আগে শেষ হয়েছে তার ‘ডান্স ডান্স জুনিয়র’-এর শুটিং। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পদাতিক’-এও আছেন অভিনেত্রী। এই ছবিতে পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামীকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা