বিনোদন ডেস্ক : মেপে কথা বলায় তিনি বিশ্বাসী নন স্বস্তিকা দত্ত। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন শুনেও খোলামেলা মেজাজেই ঝটপট জবাব দিলেন এই অভিনেত্রী। তিনি বলেন, তারকাদের নিয়ে তো কথা হবেই।
আগামী ১২ মে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ছবি ‘ফাটাফাটি’। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এ ছবিতে আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীর পাশাপাশি বিক্কির ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। ছবি নিয়ে সাক্ষাৎকার চলকালীন শোভনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ জানতে চাইলে অভিনেত্রী বলেন, লাভ ম্যারেজ। এখনও এত আস্থা? স্বস্তিকার জবাব, কেন থাকবে না! শোভন কি আমার একমাত্র নাকি! এর আগেও প্রচুর এক্স ছিল।
ফের প্রেমে পড়তে আপত্তি নেই স্বস্তিকার। তবে এখন সে সময় নয়, এখন তিনি ‘ফাটাফাটি’র প্রচারেই মন দিতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।