আবারও গর্ভবতী কারিনা! পঞ্চম সন্তানের আব্বা হতে চলেছেন সাইফ

কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : নামের শেষে খান জুড়ে দেশের লাখো পুরুষ অনুরাগীর হৃদয় খান খান করেছিলেন কারিনা কাপুর । কেরিয়ার মধ্যগগনে থাকার সময়ই সইফ আলি খানকে বিয়ে করেছিলেন তিনি। পতৌদি পরিবারের নবাগতা বধূ তারপর দুই সন্তানের জননী হয়ে রীতিমত সংসার সামলাচ্ছেন। কিন্তু তার মধ্যে আবার রিপোর্ট এসেছে যে, এবার তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন তিনি!

কারিনা কাপুর

আপাতত তিনি লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত। তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন স্বামী সইফ আলি খান এবং তার দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গীর আর সাথে রয়েছে করিশ্মা কাপুর এবং অমৃতা অরোরা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আসতেই সারা ইন্ডাস্ট্রি জুড়ে হইচই পড়ে যায়। সেখানে স্পষ্ট হয়ে পড়ে কারিনার বেবি বাম্প।

ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয় কারিনার এক ফ্যানেজের তরফে। ছবিতে কারিনার সাথে রয়েছেন তার এক অনুরাগী এবং স্বামী সইফ। কিন্তু সারা দেশের মানুষের চোখ আটকাচ্ছে কারিনার বেবি বাম্প এর ওপর।

সেখানে একগুচ্ছ ছবির মধ্যে নিজের বেবি বাম্প লুকানোর চেষ্টা করেছেন তিনি। কখনো তিনি দাঁড়িয়েছেন সইফের পিছনে তো কখনও তার দিদি করিশ্মার পিছনে। কিন্তু তাও বেবি বাম্প পুরোপুরি লুকাতে পারেননি তিনি। তবে কি এবার তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন কারিনা?

পতৌদি পরিবার বা করিনার তরফে এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য না এলেও তার বেবি বাম্প দেখে জনতা আন্দাজ করে নিয়েছেন। প্রসঙ্গত এর আগে সইফকে কটাক্ষ করে করিনা বলেছিলেন যে, “প্রত‍্যেক দশকে একজন করে সন্তান হয়েছে সইফের। কুড়িতে, তিরিশে, চল্লিশে আর এখন পঞ্চাশেও। আমি বলে দিয়েছি, তোমার ষাট বছরে কিন্তু ওটা আর হচ্ছে না।”

সুস্মিতা-ললিতের প্রেম নিয়ে মশকরা শ্রীলেখার

কিন্তু করিনার সেই বাধা ধোপে টেকেনি বলেই মনে করছেন নেট নাগরিকরা। তবে ওইদিন তিনি নিজের স্বামীর প্রশংসা করে বলেন যে তার স্বামী বেশ খোলা মনের। তাই আজও তিনি সন্তান নেওয়ার কথা ভাবতে পারেন এবং তাদের উপযুক্ত সময়ও দেন।