ভারতীয় সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে নিরীক্ষাধর্মী এক অনন্য মুখ কঙ্কনা সেন শর্মা। সিনেমা থেকে ওয়েব সিরিজ– প্রতিটি মাধ্যমেই তিনি চরিত্রকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে সিদ্ধহস্ত। তাঁর অভিনয়ের গভীরতা, স্বতঃস্ফূর্ত প্রকাশভঙ্গি এবং দৃশ্য উপস্থাপনার নিখুঁত নিয়ন্ত্রণ তাঁকে ভারতীয় ওয়েব সিরিজ জগতে এক আলাদা উচ্চতায় স্থান দিয়েছে। এবার সেই কঙ্কনাই ফিরতে চলেছেন তাঁর বহু প্রশংসিত চরিত্র এসিপি সংযুক্তা দাস নিয়ে।

সংযুক্তা দাস এক তীক্ষ্ণ, স্থির ও বুদ্ধিদীপ্ত তদন্ত কর্মকর্তা, যার চারপাশেই আবর্তিত হয়েছে রহস্য ও উত্তেজনায় ভরপুর থ্রিলার সিরিজ ‘সার্চ: দ্য নয়না মার্ডার কেস’।
চলতি বছরের শুরুতে প্রথম সিজন মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে এই সিরিজটি। বলা যায়, পুরো গল্পকে নিজের কাঁধে একাই টেনে নিয়ে গেছেন কঙ্কনা। তাঁর অভিনীত সংযুক্তা দাসের চরিত্রে আবেগের স্তর, দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ, রহস্যের আড়ালে লুকিয়ে থাকা মানবিকতা। সবই তিনি এত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন যে, দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে থেকেছে।
বিশেষ করে প্রথম সিজনের শেষ পর্বের কয়েক মিনিটে তাঁর অভিব্যক্তির তীব্রতা পুরো গল্পকেই নতুন এক মোড় দিয়েছিল, যা দ্বিতীয় সিজন সম্পর্কে আগ্রহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়। এখন অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় সিজনের কেন্দ্রেও থাকছেন কঙ্কনাই। শুধু ফিরছেনই না; বরং পুরো সিজনের গতিপথ নির্ধারণে মূল চালিকাশক্তিও হবেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কঙ্কনা ইতোমধ্যে দ্বিতীয় সিজনের চিত্রনাট্য পেয়েছেন এবং চরিত্রটির গভীরে যাওয়ার জন্য বিশেষ প্রস্তুতিমূলক সেশনও শুরু করেছেন। আগামী এপ্রিল থেকে কলকাতা, দার্জিলিং ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে।
প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয় সিজন গল্পকে সেখান থেকেই জটিল ও রোমাঞ্চকর পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ঘোষণার পরেই দর্শকদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই লিখছেন, “কঙ্কনা ছাড়া সংযুক্তা দাস ভাবাই যায় না!” নির্মাণপর্ব স্বাভাবিকভাবে এগোলে, আগামী বছরের শেষ নাগাদ দ্বিতীয় সিজন মুক্তি পেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



