বিনোদন ডেস্ক : আবারও ট্রোলের শিকার রূপঙ্কর বাগচী। KK -কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই নেটিজেনরা তোপ দাগছেন রূপঙ্করকে। ফের তোপের মুখে পড়লেন তিনি। এমনকী Mainul Ahsan Noble -এর সঙ্গে তুলনা করে তুলোধনা করা হল শিল্পীকে। এমন কী বলেছিলেন রূপঙ্কর? কী বললেন নেটপাড়ার বাসিন্দারা? জানুন
“Who is KK?” প্রশ্ন তোলার পর থেকেই নেটিজেনদের রোষের শিকার গায়ক রূপঙ্কর বাগচী। ‘এ তুমি কেমন তুমি’-র গায়ক বলিউডের জনপ্রিয়তম সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথকে নিয়ে ওই মন্তব্য করার কিছুক্ষণের মধ্যেই শিল্পী প্রয়াত হন। আর এরপর রূপঙ্করের প্রতি KK অনুরাগীদের রাগ আরও বেড়ে যায়। শিল্পীকে মুহুর্মুহু ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। কিছুদিনের জন্য অন্তরালেও চলে গিয়েছিলেন রূপঙ্কর। পরবর্তীতে সাংবাদিক বৈঠক ডেকে ক্ষমা চান তিনি।
ধীরে ধীরে বিতর্ক কিছুটা কমে এরপর। আবারও গান গাইতে শুরু করেন শিল্পী। নিজের কণ্ঠের জাদুতে আবারও অনুরাগীদের মন জিতে নেন। কিন্তু, এরপরেই তাঁর বিরুদ্ধে গান চুরির অভিযোগ ওঠে। মনোরমা ঘোষাল নামের এক ইউটিউবার শিল্পীর বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগও করেন। বিতর্কের আগুন পুরোপুরি নেভার আগেই আবারও নতুন বিতর্কে জড়িয়ে পড়েন রূপঙ্কর। কাজেই ট্রোলের রেশ ছিলই। মঙ্গলবার রাতে একটি তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন শিল্পী। তিনি লেখেন, “আমি ফাটলে…।” এর সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন তিনি। শিল্পী ওই পোস্ট করার পর থেকেই আবারও তাঁকে নিয়ে ট্রোল শুরু হয়।
বর্তমানে তাঁকে ক্রমাগত বিঁধে চলেছেন নেটপাড়ার বাসিন্দারা। উজ্জ্বল বিশ্বাস নামের এক নেটিজেনের কথায়, “আপনাকে অসম্মান করার যোগ্যতা রাখি না। তবে জ্ঞানীগুণী মানেই পারফেক্ট নয়। তাঁদের মানসিক চিন্তা সবসময় সুন্দর হয় না, তার উদাহরণ আপনি। তনুশ্রী রাখী সাহার প্রশ্ন, “নিজের খিল্লি কেন করছেন বলুন তো?” সুলগ্না সিকদার সাহার মন্তব্য, “আপনি ফাটলে আমাদের বয়ে গেল।” অনির্বাণ দাসের কথায়, “অনেক তো হল। বাদ দিন না!” রাজেশ নন্দী বলেন, “আগে যদি একটু আবেগপ্রবণ হতেন, তাহলে এত গালিগালাজ খেতে হতো না।” জয়ন্তী বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের কথায়, “আপনার অবস্থাটা ঠিক বাংলাদেশের নোবেলের মতো হয়ে গিয়েছে। যতই চেষ্টা করুন, আপনি থাকছেন না স্যার!”
উল্লেখ্য, কিছুদিন আগে রবীন্দ্রসংগীত গেয়ে আম জনতার মন জিতে নিয়েছিলেন রূপঙ্কর বাগচী। অনেকেই প্রশংসা করেছিলেন তাঁর। এ প্রসঙ্গে এই সময় ডিজিটাল-এর তরফ থেকে তাঁকে প্রশ্ন করা হলে শিল্পী বলেন, “প্রশংসা হচ্ছে এতেই আমি ধন্য। যাঁরা আমার প্রশংসা করছেন,তাঁদের কাছে আমি কৃতজ্ঞ থাকলাম। তাঁরাই আমার শ্রোতা। যাঁরা আমার প্রশংসা করেননি, তাঁরাও আমার শ্রোতা। তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ থাকলাম।”
তাঁর সংযোজন, “প্রত্যেকের আলোচনা বা সমালোচনা নিয়েই চলতে হবে। আমার গান যদি শ্রোতাদের ভালো লেগে থাকে, তাঁদের অনুভূতিকে ছুঁয়ে থাকে তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।