আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আবারও নিরাপত্তা বিষয়ক কেবিনেট কমিটির (CCS) বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে ভারতের পহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এটি ২০০০ সালের পর থেকে সবচেয়ে ভয়াবহ সশস্ত্র হামলার মধ্যে একটি।
এর আগে ২৪ এপ্রিল মোদি নেতৃত্বাধীন নিরাপত্তা কমিটি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। এর মধ্যে ছিল:
- সীমান্ত বন্ধের সিদ্ধান্ত
- সিন্ধু নদ চুক্তি বাতিলের উদ্যোগ
- কূটনৈতিক পর্যায়ে কঠোর অবস্থান
- বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা
- নিরাপত্তা জোরদারকরণ
কারা থাকছেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে?
এই বৈঠকে মোদির সঙ্গে থাকবেন:
- প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
- যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি
- স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা
- অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ
- এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা
নিরাপত্তা কমিটির বৈঠকের পর মোদি রাজনীতি বিষয়ক কমিটি (CCPA) এবং পরে অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনা করবেন বলে জানা গেছে।
এই ধরনের বৈঠকগুলো ভারতের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষত যখন পরিস্থিতি এতটা স্পর্শকাতর।
কাশ্মীরে ভয়াবহ হামলার প্রেক্ষিতে ভারতের নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদি। পাকিস্তানকে ঘিরে নেওয়া হচ্ছে নতুন কৌশলগত পদক্ষেপ।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.